খুলনা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মাহামুদ হোসেন এঁর সাথে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের নব-নির্বাচিত সভাপতি এম.এ নাসিম ও নব-নির্বাচিত সাধারণ সম্পাদক এস.এম আসাদুজ্জামান রাসেল সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
গতকাল সোমবার দুুপুর ১২:০০টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ভিসির কার্যালয়ে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক এ শুভেচ্ছা বিনিময় করেন। এসময় মহানগর স্বেচ্ছাসেবক লীগে নেতা মোঃ জিলহাজ্জ হাওলাদার, কাজী ইউসুফ আলী মন্টু, তাজমুল হক তাজু, আসিফ সবুজ, রুপম তালুকদার, রিপনুজ্জামান রিপন, বায়োজিদ হোসেইন, মোঃ জাকির হোসেন খোকন, শাহ রেজা’সহ খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।
পরে, খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনেআরা’র সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন নব-নির্বাচিত সভাপতি এম.এ নাসিম ও নব-নির্বাচিত সাধারণ সম্পাদক এস.এম আসাদুজ্জামান রাসেল।