খুলনা বিশ্ববিদ্যালয় স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ আজ ০৮ ফেব্রুয়ারি (বুধবার) অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, স্কুল পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর মোছা. তাসলিমা খাতুন এবং কোতয়ালী থানা শিক্ষা অফিসার মো. আবদুল মমিন। সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক স্বর্ণকমল রায়।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা, খুলনা বিশ্ববিদ্যালয়ের পতাকা এবং বিশ্ব অলিম্পিকের পতাকা উত্তোলন করেন অতিথিবৃন্দ। এসময় স্কুলের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। আগামীকাল বৃহস্পতিবার এ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।