সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
খুমেক হাসপাতালের ওষুধ ক্রয় টেন্ডার সিন্ডিকেটে জিম্মি | চ্যানেল খুলনা

খুমেক হাসপাতালের ওষুধ ক্রয় টেন্ডার সিন্ডিকেটে জিম্মি

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওষুধ ক্রয়ের টেন্ডারের সিন্ডিকেটের অভিযোগ রয়েছে। খুলনা চেম্বারের একজন নেতার নেতৃত্বে গত প্রায় ১০বছর ধরে এ সিন্ডিকেট নিয়ন্ত্রিত হচ্ছে বলে জানা গেছে। এক্ষেত্রে খুলনার একটি বিশেষ পরিবারের নাম ভাঙ্গানো হয়ে থাকে বলেও সংশ্লিষ্টরা অভিযোগ করেছেন।

গতকাল ১৬ নভেম্বর (সোমবার) হাসপাতালের পরিচালকের কক্ষে টেন্ডারের সিডিউল (দরপত্র) খোলা হয়েছে। তবে সেখানে কোন ঠিকাদারের উপস্থিতি দেখা যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন বিগত অনেক বছর ধরেই অনিয়ম চলছে। সব কিছু পরিকল্পিত ভাবেই হয়ে যায়।
খুমেক হাসপাতাল সুত্রে জানা গেছে, হাসপাতালের ওষুধ ক্রয়ের জন্য গত ১৭ অক্টোবর দরপত্র আহবান করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মুন্সি মোঃ রেজা সেকেন্দার । ৬টি গ্রুপে ১৬ লাখ ৬৫ হাজার টাকার ওষুধ, সার্জিক্যাল যন্ত্রপাতি ও আসবাবপত্র ক্রয়ের জন্য এ দরপত্র আহবান করা হয়। গত রবিবার সিডিউল সংগ্রহের শেষ দিন পর্যন্ত ২৪ টি বিক্রি হয়েছে। গতকাল তার মধ্যে ১৮ টি জমা পড়েছে। তবে সিডিউল ক্রয় ও জমার তালিকায় খুলনার পুর্বের সেই ঠিকাদাররাই রয়েছেন। অভিযোগ রয়েছে এখানে এ সিন্ডিকেটের বাহিরে অন্য কেউ সিডিউল কিনতে আসতে পারেননা।
খুলনার সাইফুল ইসলাম ট্রেড লিং ৬ টি, জামান এন্টার প্রাইজ ৫টি, রইসা এন্টারপ্রাইজ ৬ টি, রহমান ফার্মেসী ৬ টি ও তাকবীর এন্টার প্রাইজ ১ টি সিডিউল ক্রয় করেছেন। অভিযোগ রয়েছে এ ৫ টি প্রতিষ্ঠান সিন্ডিকেটের মাধ্যমে খুমেক হাসপাতালের ওষুধসহ চিকিৎসা সরঞ্জাম ক্রয়ে বছরের পর বছর অধিপত্য বিস্তার করে আসছেন।
এবিষয়ে খুলনার সাইফুল ইসলাম ট্রেড লিং এর মালিক খুলনা চেম্বার অব কমার্সের পরিচালক সাইফুল ইসলাম বলেন, ব্যবসায়িক প্রতিপক্ষরা নানা ধরনের ষড়যন্ত্রমুলক কথা ছড়ান। টেন্ডারের সিন্ডিকেটের অভিযোগ সত্য নয়। এছাড়া টেন্ডারের কার্যক্রমে খুলনার যে বিশেষ পরিবারের নাম ভাঙ্গানোর বিষয়টি তিনি অবগত নন বলে জানান।
এবিষয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মুন্সি মোঃ রেজা সেকেন্দারের সাথে যোগাযোগ করা হলেও সে এই বিষয় কোন মুখ খুলতে নারাজ ।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের হিসাব রক্ষক এস এম গোলাম কিবরিয়া বলেন ১৮টি সিডিউল জমা পড়েছে। নির্ধারিত সময়ে তা খোলা হয়েছে। সিন্ডিকেটের বিষয়ে আমাদের কিছু জানা নেই।

https://channelkhulna.tv/

বিশেষ প্রতিবেদন আরও সংবাদ

পাইকগাছায় কপোতাক্ষের ভাঙ্গনে ৪ গ্রাম বিলিনের পথে

২০ বছরেও শুরু হয়নি শিবসা নদী খননের কাজ: অবৈধ দখল ও গোচারণ ভুমিতে পরিণত

ঘুরে দাঁড়ানোর আশায় জীবনের ঝুঁকি নিয়ে জেলেদের সুমদ্র যাত্রা

মন্নুজান প্রতিমন্ত্রী হওয়ার পর ভাই, ভাতিজিরা শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে গড়ে তুলেছেন অনিয়ম ও দুর্নীতির স্বর্গরাজ্য

বিল ডাকাতিয়া পানির নীচে, মাছ চাষীদের সর্বনাশ

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বাংলাদেশ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।