সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
খুলনাকে শিক্ষিত ও সমৃদ্ধ নগরী হিসেবে গড়ে তুলতে একযোগে কাজ করতে হবে | চ্যানেল খুলনা

নিউজপ্রিন্ট মিলস্ স্কুলের সুবর্ণ জয়ন্তীতে সিটি মেয়র

খুলনাকে শিক্ষিত ও সমৃদ্ধ নগরী হিসেবে গড়ে তুলতে একযোগে কাজ করতে হবে

চ্যানেল খুলনা ডেস্কঃখুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, সুদূর অতীত থেকে নগরীর শিক্ষা বিস্তারে যে কয়টি শিক্ষা প্রতিষ্ঠান ভূমিকা পালন করছে খুলনা নিউজপ্রিন্ট মিলস্ মাধ্যমিক বিদ্যালয় তার মধ্যে একটি। খালিশপুর শিল্পাঞ্চলে অর্ধ শতাব্দিকাল পূর্বে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা জীবন শুরু করে অনেকে নিজেকে যেমন প্রতিষ্ঠিত করেছেন তেমনি নিজ নিজ অবস্থান থেকে সমাজ ও দেশের কল্যাণে কাজ করে যাচ্ছেন।
প্রসঙ্গক্রমে সিটি মেয়র খালিশপুরে কেসিসি কর্তৃক স্থাপিত খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুলে জানুয়ারি থেকে পাঠদান কার্যক্রম শুরু হচ্ছে উল্লেখ করে বলেন, বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করছে। সরকার প্রদত্ত এ সকল সুযোগ কাজে লাগিয়ে খুলনাকে শিক্ষিত ও সমৃদ্ধ নগরী হিসেবে গড়ে তুলতে একযোগে কাজ করতে হবে।
তিনি গতকাল শুক্রবার সকালে নগরীর খালিশপুরস্থ নিউজপ্রিন্ট মিলস স্কুলের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। তিনি বিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য এবং প্রাক্তন শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
অনুষ্ঠান আয়োজক কমিটির সভাপতি নাসরীন রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে কেসিসি’র কাউন্সিলর এস এম খুরশীদ আহম্মেদ টোনা, মোঃ মনিরুজ্জামান, সংরক্ষিত আসনের কাউন্সিলর পারভীন আক্তারসহ প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। স্বাগত বক্তৃতা করেন অনুষ্ঠানের কনভেনর মামুন ইকবাল।
বিকেল ৪টায় সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক কেসিসি পরিচালিত হাজী শরিয়ত উল্লাহ বিদ্যাপীঠ প্রাঙ্গণে স্কুলের রজত জয়ন্তী ও পুনর্মিলনী ২০১৯ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন। কেসিসি’র সাবেক কাউন্সিলর ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শেখ খায়রুজ্জামান খোকা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা-খুলনার উপ-পরিচালক নিভা রাণী পাঠক ও সংরক্ষিত আসনের কাউন্সিলর রহিমা আক্তার হেনা। স্বাগত বক্তৃতা করেন স্কুলের প্রধান শিক্ষক শেখ জাহিদুজ্জামান। অনুষ্ঠানের শেষ পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এর আগে বেলা সাড়ে ১১টায় সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক নগরীর খালিশপুরস্থ আপ্যায়ন কমিউনিটি সেন্টারে খুলনা মেট্রোপলিটন স্টেশনারী ব্যবসায়ী সমিতির ৩২তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। সমিতির সভাপতি আলহাজ্ব শেখ মোঃ নুরুল হক কচি’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজি আমিনুল হক। স্বাগত বক্তৃতা করেন সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান স্বপন। অনুষ্ঠানে নগরীর স্টেশনারী ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্বে সিটি মেয়র ব্যবাসয়ীদের কৃতী সন্তানদের মাঝে সনদ ও ক্রেস্ট বিতরণ করেন।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

আমিরাত থেকে ফিরলেন ক্ষমা পাওয়া আরও ২৭ জন

ঢাকা মেডিকেল থেকে ‘ভুয়া নারী চিকিৎসক’ আটক

সাবেক আইজিপি ও কেএমপি কমিশনারসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা

আদালত চত্বরে সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্রের ওপর ডিম নিক্ষেপ

আমির হোসেন আমু গ্রেপ্তার

কাকরাইল মসজিদে সাদপন্থিদের ঢুকতে দেওয়া হবে না তাবলিগ জামাত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।