সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
খুলনাঞ্চলে ডিবি পরিচয়ে ছিনতাইকারী চক্র সক্রিয়, গ্রেপ্তার ৫ | চ্যানেল খুলনা

খুলনাঞ্চলে ডিবি পরিচয়ে ছিনতাইকারী চক্র সক্রিয়, গ্রেপ্তার ৫

ছিনতাইয়ের প্রস্তুতির সময় পাঁচ ভুয়া ডিবি সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। শুক্রবার রাত পৌনে আটটার দিকে তাদের সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা উপজেলার বাইগুনি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ভুয়া ডিবি সদস্যরা হলো, মো: মোস্তফা বিশ্বাস, সুজন শীল, শরীফুল ইসলাম, মোশারফ হোসেন ও মাহবুবুর রহমান।
র‌্যাবের মুখপাত্র লে: কর্ণেল মোশতাক আহমদ জানান, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ডিবি পরিচয়ে গ্রামের সহজ সরল মানুষের সাথে প্রতারণা করে আসছে। পুলিশ পরিচয়, পোষাক ও অস্ত্র দেখে তাদের ভয়ে কিছু বলতে সাহস পেত না। তাদের বিরুদ্ধে এরকম পরিচয়ে প্রতারণার অভিযোগ অনেক আগের। সঠিক তথ্যের ওপর ভিত্তি করে শুক্রবার রাতে আমাদের অভিযানিক দল সাতক্ষীরা জেলার পাটকেলঘাটার বাইগুনি গ্রামের হারুন আর রশিদ ডিগ্রী কলেজের দক্ষিণ পাশে অবস্থান নেয়। তাদের ব্যবহৃত প্রাইভেটকার ও মোটরসাইকেল দেখে র‌্যাব চ্যালেঞ্জ করে।

এ সময় সন্তোষজনক উত্তর তারা র‌্যাবকে দিতে পারেনি। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা স্বীকার করে ডিবি পুলিশের পোষাক ও খেলনা অস্ত্র দেখিয়ে ছিনতাইসহ নানা ধরণের অপরাধ করছে।

র‌্যাব তাদের কাছ থেকে একটি প্রাইভেটকার, একটি মোটরসাইকেল, একটি খেলনা পিস্তল, দু’টি পিস্তলের কভার, একটি ওয়াকিটকি, দু’টি ডিবি পুলিশের পরিচয় পত্র ও পোষাক, দু’টি হ্যান্ডকাপ, দু’টি পুলিশ ফিল্ডক্যাপ, একটি পুলিশ বেল্ট, একটি ভুয়া পুলিশের আইডি কার্ড, চারটি মোবাইল ফোন, অস্ত্র রাখার একটি ব্যাগ ও পিস্তল বাধার চেইন উদ্ধার করে।
তিনি আরও জানান, সাতক্ষীরায় এদের একটি বিশাল চক্র রয়েছে। গ্রেপ্তারের ভয়ে এদের অনেকেই গা ঢাকা দিয়েছে। অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমাদের দিয়েছে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা। সংশ্লিষ্ট থানায় মামলার প্রস্তুতি চলছে।

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

ফকিরহাট স্ত্রী হত্যার অভিযোগ, স্বামী পলাতক

ফকিরহাটে মাদক কারবারীকে কারাদন্ড ও জরিমানা

আয়নাঘরের সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না: জিয়াউল আহসান

চোরাই গরু বহনকারী পিকআপসহ আটক ৩

কালিয়ায় মদ্যপানে স্কুল ছাত্রীর মৃত্যু, অসুস্থ আরেক ছাত্রী

যুবলীগ কর্মীকে গুলি করে হত্যা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।