চ্যানেল খুলনা ডেস্কঃ খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানা এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে ক্বারী মাওলানা মোঃ শাহ আলম (৩৫) নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধ হারবাল ঔষধ তৈরী করে আসছিলেন।
এ অভিযোগে আজ মঙ্গলবার (০৩ মার্চ) সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উক্ত ব্যক্তিকে ৭ দিনের কারাদণ্ড দিয়ে খুলনা জেলা কারাগারে পাঠিয়েছেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম রাসেল ইসলাম এবং তকী ফয়সাল তালুকদার। নগর গোয়েন্দা পুলিশের ওসি মিজানুর রহমান খানের নেতৃত্বে একটি টিম এ সময় উপস্থিত ছিল।
এছাড়া খুলনা ঔষধ প্রশাসনের কার্যালয়ের সহকারী পরিচালক আবদুর রশীদও উপস্থিত ছিলেন। দণ্ডাদেশপ্রাপ্ত শাহ আলম পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার দাওরাজ পাশা এলাকার মোঃ আব্দুল হাই এর পুত্র। তিনি বিগত ৫/৬ মাস ধরে করিম নগরের সুর মোহাম্মদ সড়কের জনৈক আশরাফ আলী হাওলাদারের বাড়ি ভাড়া নিয়ে ব্যবসা করে আসছিলেন।