নতুন শিক্ষা সিলেবাসে ভুলেভরা পাঠ্যবই বাজেয়াপ্ত করা এবং এর সাথে জড়িত দোষীদের কঠোর শাস্তির আওতায় আনার দাবিতে এবং সুইডেনে কুরআন অবমাননার প্রতিবাদে আগামী ৩ ফেব্রুয়ারি শুক্রবার খুলনা নগরীর বায়তুর নুর চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ আহুত বিক্ষোভ সফলের লক্ষ্যে সোনাডাঙ্গা সভা অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনাডাঙ্গা থানার এক জরুরি সভা গতকাল বুধবার দলীয় কার্যালয়ে শাখা সভাপতি মুফতী ইমরান হুসাইন এর সভাপতিত্বে ও সেক্রেটারি রবিউল ইসলাম তুষারের পরিচালনায় অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি ছিলেন নগর এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা দ্বীন ইসলাম।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নগর প্রচার ও দাওয়াহ্ বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল নোমান।বিক্ষোভ মিছিল সফলের লক্ষ্যে থানার ওয়ার্ড পর্যায়ে দায়িত্বশীলদের দিকনির্দেশনা দেওয়া, প্রচার প্রচারণায় জোরদার ভূমিকা নেওয়াসহ নানাবিধ কর্মসূচি গ্রহন করা হয়েছে। সভায় আরও উপস্থিত ছিলেন থানার সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আমজাদ হোসেন, সহ-সভাপতি আলহাজ্ব মোঃ মারুফ শেখ, মোঃ নুরুজ্জামান বাবুল, হাফেজ মাওলানা আঃ রাকিব, মোঃ কবির হাওলাদার, মোঃ আঃ মান্নান সরদার, মোঃ হুমায়ুন কবির, মোঃ মেহেদী হাসান সৈকত, মাওঃ সোহরাব হোসেন, মোঃ আবূ হানিফ,এইচ,এম, আরিফুল ইসলাম, হাফেজ মোল্লা মিরাজ , মোঃ আঃ সালাম,যুব নেতা আরিফুল ইসলাম, ছাত্র নেতা সাকিল হোসেন সহ প্রমূখ নেতৃবৃন্দ