ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর জয়েন্ট সেক্রেটারী মুফতি ইমরান হোসাইন এর বড় ভাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার সাবেক সেক্রেটারী মোঃ আখতারুজ্জামান উজ্জ্বল আজ সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল ছয়টায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমের জানাজার নামাজ সোমবার বাদ জোহর পশ্চিম বানিয়া খামার বাইতুল করিম জামে মসজিদের সামনে ক্লাবের মোড়ে অনুষ্ঠিত হয়, জানাজা নামাজ শেষে বসুপাড়া কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
জানাজায় অংশগ্রহণ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মুফতি আমানুল্লাহ, জেলা সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ ইমরান, নগর সেক্রেটারি শেখ মোঃ নাসির উদ্দিন, জেলা সেক্রেটারি হাফেজ আসাদুল্লাহ আল গালিব, আবু আব্দুল্লাহ মাহমুদী, মাওলানা দ্বীন ইসলাম, মাওলানা সায়খুল ইসলাম বিন হাসান, শেখ হাসান ওবায়দুল করিম, মুহাম্মদ সাইফুল ইসলাম, আব্দুল্লাহ আল নোমান, গাজী ফেরদৌস সুমন, মোল্লা রবিউল ইসলাম তুষার, এস কে নাজমুল হাসান, মাওঃ হাফিজুর রহমান, আমজাদ হোসেন, মোঃ আবুল কালাম আজাদ, গাজী মুরাদ হোসেন, নুরুল হুদা সাজু, আবুল কাশেম, ইমরান হোসেন মিয়া, আব্দুর রশিদ, নাজমুল হোসেন, আবু রায়হান, আব্দুল্লাহ আল মামুন, হাবিবুল্লাহ মেসবাহ সহ অসংখ্য নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এদিকে গতকাল ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর সোনাডাঙ্গা থানার ২৬ নম্বর ওয়ার্ডের সভাপতি আলহাজ্ব আকবর আলী পাঠানের মা ও ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর দৌলতপুর থানার সাবেক সভাপতি মাওলানা মনিরুল ইসলামের মায়ের ইন্তেকালে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং তাদের আত্মার মাগফেরাত কামনায় বিবৃতি দিয়েছেন
ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মুফতি আমানুল্লাহ, সহ-সভাপতি মুফতি মাহবুবুর রহমান, সেক্রেটারি শেখ মোঃ নাসির উদ্দিন, জয়েন্ট সেক্রেটারি মুফতি ইমরান হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা দ্বীন ইসলাম, মোঃ সাইফুল ইসলাম, আব্দুল্লাহ আল নোমান, ফেরদৌস গাজী সুমন, মাওলানা আব্বাস আমিন, মইনুদ্দিন ভূঁইয়া, মোল্লা রবিউল ইসলাম তুষার, মুফতী আমিরুল ইসলাম, এইচ এম খালিদ সাইফুল্লাহ, মাওঃ হাফিজুর রহমান, মাওঃ শায়খুল ইসলাম বিন হাসান, এ্যাডভোকেট মোঃ কামাল হোসেন, আলহাজ্ব মোঃ আমজাদ হোসেন, আলহাজ্ব হাফেজ আব্দুল লতিফ, আলহাজ্ব আবু তাহের, মুক্তিযোদ্ধা জিএম কিবরিয়া, আলহাজ্ব সরোয়ার হোসেন বন্দ, আলহাজ্ব আব্দুস সালাম, নির্বাহী সদস্য শেখ হাসান ওবায়দুল করীম, আবুল কালাম আজাদ প্রমুখ নেতৃবৃন্দ।