করোনা ভাইরাসের কারণে কাজ করতে না পারা অসহায়, দিন মজুর, মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন জাগো ফাউন্ডেশন, ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) খুলনা জেলার সেচ্ছাসেবীরা। কষ্টের জীবন যাপন, বর্তমান সময়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছে এমন ২০০ পরিবারকে এই সমান্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খুলনার খালিশপুরের মাওলানা ভাসানী বিদ্যাপীঠ (গার্লস স্কুল এন্ড কলেজ ) প্রাঙ্গণে শনিবার (১৪ আগস্ট) সকালে ১০ টায় এই খাবার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেন জাগো ফাউন্ডেশন ভিবিডি খুলনা জেলার সেচ্ছাসেবীরা।
এ সময় উপস্থিত ছিলেন, ভিবিডি খুলনা বিভাগের সহ-সভাপতি মনিরুজ্জামান পলাশ, কোষাধ্যক্ষ রেনেসাঁ রহমান সহ জাগো ফাউন্ডেশন ভিবিডি খুলনা জেলার সেচ্ছাসেবীরা।-খবর বিজ্ঞপ্তি