পূবালী ব্যাংক কর্মচারী সংঘ খুলনা আঞ্চলিক কমিটির আয়োজনে মিলন মেলা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) পূবালী ব্যাংক খুলনা আঞ্চলিক কার্যালয়ের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক কর্মচারী সংঘ খুলনা আঞ্চলিক কমিটির সভাপতি ফারুক শেখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক কর্মচারী সংঘ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি মোঃ আব্দুস সাত্তার, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক কর্মচারী সংঘ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক মাহবুবুল হক সুজন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক কর্মচারী সংঘ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক কর্মচারী সংঘের প্রধান কার্যালয় সহ বিভিন্ন অঞ্চল থেকে আগত সভাপতি ও সাধারণ সদস্যবৃন্দ।
পূবালী ব্যাংক কর্মচারী সংঘ খুলনা আঞ্চলিক কমিটির সকল সদস্যদের উপস্থিতিতে এক মিরন মেলায় পরিণত হয়। অনুষ্ঠানে পূবালী ব্যাংক পিএসসির সাম্প্রতিককালের সাফল্যের বিষয়ে তুলে ধরা হয় এবং ভবিষ্যতে পূবালী ব্যাংকের সাফল্য কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। বিশেষ দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মোঃ বেলাল হোসেন।
সভা পরিচালনা করেন পূবালী ব্যাংক কর্মচারী সংঘ খুলনা আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক ভাবসিন্ধু সানা, অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পূবালী ব্যাংক কর্মচারী সংঘ খুলনা আঞ্চলিক কমিটির সিনিয়র সহ-সভাপতি রমজান আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ।