সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
খুলনায় যুবদল নেতা‌কে ছুরিকাঘাতে হত্যা, আটক ২ | চ্যানেল খুলনা

খুলনায় যুবদল নেতা‌কে ছুরিকাঘাতে হত্যা, আটক ২

দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুলনা মহানগরের ২১নং ওয়ার্ড যুবদলের সাবেক সহ-সভাপতি মানিক হাওলাদার (৩৫) নিহত হয়েছেন। সোমবার (২০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় নগরের পুরাতন রেলস্টেশন রোড রেলওয়ে মসজিদের পেছনে মানিককে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। বিকেলে খুমেক হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত মানিক রেলওয়ে হাসপাতাল রোডের মনছুর হাওলাদারের ছেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ সাজ্জাদসহ দুইজনকে আটক করেছে।

হাসপাতাল ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ সকালে ওএমএস এর চাল বিতরণে লাইন দেওয়াকে কেন্দ্র করে এক নারীর সঙ্গে মানিকের তর্ক হয়। ওই তর্কের জের ধরে পরে মারামারি হয়। এসময় কয়েকজন মানিককে ছুরি দিয়ে আঘাত করে। বুকের মাঝখানে এক জায়গায় এবং পেটের বা-পাশের সাইডে এক জায়গায় ছুরিকাঘাতে গুরুতর জখম হন তিনি৷ স্থানীয় লোকজন তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন৷ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়। ঢাকায় নেওয়ার উদ্দেশ্যে রওনা হলে খুমেক হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনার পর ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ আহসান হাবীব বলেন, নগরের পুরাতন রেলওয়ে রোড এলাকায় ২১নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি মানিক হাওলাদারকে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে আটক করা হয়েছে। তবে এই মুহুর্তে তাদের নাম বলা সম্ভব হচ্ছে না। পরবর্তীতে বিস্তারিত জানানো সম্ভব হবে।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় পালিত হলো বাংলা ভাষা ইশারা দিবস

বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো ‘শেখ বাড়ি’

অর্ণবের বাড়িতে শোকের মাতম, মা জানেন না সন্তানের হত্যাকাণ্ডের কথা

খুলনার ২৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি শামীম বহিস্কার

খুলনা সকল থানার ওসিকে অপসারণ চেয়ে বিএনপির ২৪ ঘন্টার আল্টিমেটাম

খুলনায় যুবদল নেতা‌কে ছুরিকাঘাতে হত্যা, আটক ২

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।