খুলনায় ব্রাক আলট্রা পুওর গ্রাজুয়েশন প্রোগ্রাম, ওয়াটার এইড বাংলাদেশ এবং নবলোক পরিষদ এর যৌথ উদ্যোগে আয়োজিত সিবিএফ লার্নিং শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে দাতা সংস্থা কেএফডাব্লিউ এবং ক্লাইমেট ব্রিজ ফান্ড( সিবিএফ) এর অর্থায়নে খুলনার একটি বেসরকারি অভিজাত হোটেলে এই ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার মিলন সাহা, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক হাসনা হেনা, যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর এইচ এম নুরুজ্জামান, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপপরিচালক মো: পারভেজ মোল্যা, খুলনা সিটি কর্পোরেশনের স্থাপত্যবিদ রেজবিনা খানম রিক্তাসহ খুলনা সিটি কর্পোরেশন, সাতক্ষীরা মিউনিসিপালিটি এর কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তা, শিক্ষক, এনজিও প্রতিনিধি ও কমিউনিটি প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনার বিষয় ছিল প্রকল্পের বাস্তবায়নে টার্গেট ও এচিভমেন্ট উপস্থাপন এবং প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে অর্জিত অভিজ্ঞতা বিনিময়। বক্তারা বেসরকারি উন্নয়ন সংস্থার উদ্দেশ্যে প্রকল্প বাস্তবায়ন ক্ষেত্রে বেনিফিশিয়ারি নির্বাচনে সতর্কতা, সকল এলাকায় কাজ করা, সচেতনতা বৃদ্ধি, স্বচ্ছতা জবাবদিহিতা বৃদ্ধির মাধ্যমে এসডিজি অর্জনের লক্ষ্যে কাজ করার পরামর্শ দেন।