মানবতার হবে বিজয়, রুখবে কে আমায়! এই প্রতিপদ্যকে সামনে রেখে ১ জানুয়ারী বুধবার সন্ধ্যায় খুলনা মহানগরীর একটি রেস্তোরাঁয় আত্নপ্রকাশ করলো স্বেচ্ছাসেবী সংস্থা ব্রিং ব্যাক সিভিলাইজেসশন এন্ড হিউম্যানিটিস (বি বি সি এইচ)। কেক কেটে সংস্থার আনুষ্ঠানিক যাত্রার শুভ সূচনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন শামীম শাওন, আরকানুল-আল-আশিক,সমাজকর্মী মোঃ কামরুল ইসলাম খান নিপু, সাংবাদিক এস এম নূর হাসান জনি, এ্যড.শারমিন আনার,এ্যড. ফারিয়া নিশি, জুবায়ের হায়দার, ইমতিয়াজ আহমেদ, ফারজানা আক্তার তুন্নী, নাইমা ফেরদৌস,তমা হালদার, মুনমুন ইয়াসমিন তুন্নীসহ আরও অনেকে।
উল্লেখ্য,স্বেচ্ছাসেবী সংস্থা ব্রিং ব্যাক সিভিলাইজেসশন এন্ড হিউম্যানিটিস (বি বি সি এইচ) এর উদ্দেশ্য এবং লক্ষ্য হচ্ছে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও মৌলিক চাহিদা নিশ্চিতকরন।