খুলনা নগরীর লবণচরা এলাকা থেকে ৫৮ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করেছে লবণচরা থানা পুলিশ। শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে সাচিবুনিয়া বিশ্বরোড মোড় এলাকায় তল্লাশী চালিয়ে তাদের আটক করে পুলিশ।
আটককৃতরা হলো- পটুয়াখালী জেলার বাউফল থানার কেশবপুরের জয়নাল গাজীর পুত্র অলি গাজী (৩৯) ও মুন্সিগঞ্জদ্বয় জেলার সিরাজদিখান থানার রাঙ্গাবালীর সেকেন্দার আলীর পুত্র মো. স্বপন (৪১)।
খুলনা মেট্রোপলিটন পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ৫৮ কেজি গাঁজাসহ তাদের হাতেনাতে আটক করেছে। মাদকের উৎস এবং এর সাথে জড়িত ব্যক্তিদের সনাক্ত করতে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
উল্লেখ্য আটককৃত ব্যাক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।