নিজস্ব প্রতিবেদকঃ স্থানীয় গণমাধ্যম কর্মী কাজী মোতাহার রহমানের চার বছরের গবেষণার ফসল “খুলনার গণমাধ্যম ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ” নামক গ্রন্থ। লেখকের দাবি পাকিস্তান আমলে প্রকাশিত খুলনার সংবাদপত্রের উপর ইতিহাস এটাই প্রথম। শহরের ডাকবাংলা মোড়স্থ দেশবাংলা প্রিন্টার্সে ছাপার কাজ শুরু হয়েছে। আগষ্ট নাগাদ শেষ হবে।
গ্রন্থে যে সব বিষয়গুলো প্রাধান্য পেয়েছে সেগুলো হচ্ছে ভাষা আন্দোলনে খুলনার সংবাদপত্রের ভূমিকা, ভাষা সৈনিকদের তালিকা, ১৯৫৪ সালের প্রাদেশিক পরিষদের নির্বাচনের ফলাফল, ৬৬ সালের ছয় দফা আন্দোলন, ৬৯ সালে হাদিস, আলতাফ ও প্রদীপ শহিদ হওয়া সম্পর্কিত অবজারভার ও আজাদ পত্রিকায় প্রকাশিত খুলনার প্রতিবেদন, ১৯৭০ সালের নির্বাচনী ফলাফল, ১৯৭১সালের অসহযোগ আন্দোলনে সাপ্তাহিক দেশের ডাক পত্রিকার ভূমিকা, মুক্তিযুদ্ধকালীন পত্রপত্রিকায় প্রকাশিত যুদ্ধের সংবাদ, সার্কিট হাউজে ১৭ ডিসেম্বর পাক বাহিনীর আত্মসমর্পনের ছবি, দলিলে স্বাক্ষরের ছবি, খুলনার তিন শহিদ সাংবাদিকের জীবনী, পাকিস্তানী বাহিনীর হাতে দুজন সাংবাদিকের নির্যাতনের কাহিনী, বৃহত্তর খুলনা জেলার ৭০ জন সাংবাদিকের জীবনী, শহিদ মুক্তিযোদ্ধা ও রাজাকারদের তালিকা। গ্রন্থের মূল্য তিনশত টাকা। প্রকাশক দৈনিক কালান্তর সম্পাদক কাজী তারিক।