খুলনার লবণচরা থানাধীন জিরোপয়েন্ট এলাকার রূপসা ব্রীজ রোডে কাদের সাহেবের মার্কেটের পাশে ৮টি দোকান ভাঙচুর, মালামাল ক্ষতি ও লুটের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি গত শুক্রবার (৩০ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে ৮-১০জন মিলে তাদের ৮টি দোকান ভেঙে প্রায় দেড় লাখ টাকার মালামাল ক্ষতি ও লুট করেছে। এবিষয়ে লবণচরা থানায় রোববার (১ আগস্ট) একটি মামলা দায়ের করা হয়। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, কাদের সাহেবের মার্কেটের পাশে মোঃ রেজাউল ইসলাম লালু, তৌহিদুল সরদার, মোঃ মানিক, জেসমিন বেগম, হীরা ও খোকন হাওলাদারের দোকানসহ মোট ৮টি দোকানে ভাঙচুর ও মালামাল লুট করে জিরোপয়েন্টের কান্তা সুপার মার্কেটের পিছনে বসবাসরত মৃত. ফহম উদ্দিন মোল্লার দুই ছেলে মোঃ শহিদুল ইসলাম ও মোঃ সাজ্জাদ হোসেন, আমজাদ গাজীর ছেলে মোঃ আজগর ও মোঃ মানিকসহ অজ্ঞাত ৮ থেকে ১০ জন। এসময় মোঃ শহিদুল ইসলাম অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি প্রদর্শণ করে বলে অভিযোগ করা হয়।
জিরোপয়েন্ট ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক অভিজিৎ রায় অভি এ ঘটনার শুষ্ঠু বিচার ও সেই সাথে ক্ষতিগ্রস্ত দোকানদারদের ক্ষতিপূরণের দাবি জানান।
এ বিষয়ে লবণচরা থানার ওসি সমীর কুমার সরকার বলেন, দোকান ভাঙচুরের ঘটনায় আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।