খুলনার নতুন জেলা প্রশাসক হিসেবে মোঃ মনিরুজ্জামান তালুকদারকে নিয়োগ করা হয়েছে।
সোমবার (৩১ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে নিয়োগ করা হয়। তিনি এর আগে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক হিসেবে কর্মরত ছিলেন।
অপর এক প্রজ্ঞাপনে খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জননিরাপত্তা বিভাগে বদলী করা হয়েছে।
এছাড়া আরো ১১ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। জেলাগুলো হলো- ফেনী, শেরপুর, পাবনা, ঠাকুরগাঁও, পটুয়াখালী, মানিকগঞ্জ, পঞ্চগড়, নরসিংদী, সাতক্ষীরা, মুন্সিগঞ্জ ও নাটোর।
সোমবার (৩১ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপনে জানানো হয়েছে , জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে খুলনায় মো: মনিরুজ্জামান তালুকদার, ফেনিতে আবু সেলিম মাহমুদ-উল-হাসান, শেরপুরে মো: মোমিনুর রশিদ, পাবনায় বিশ্বাস রাসেল হোসেন, ঠাঁকুরগাও মো: মাহবুবুর রহমান, পটুয়াখালীতে মোহাম্মদ কামাল হোসেন, মানিকগঞ্জে মুহাম্মদ আব্দুল লতিফ, পঞ্চগড়ে জহুরুল ইসলাম, নরসিংদীতে আবু নঈম মোহাম্মদ মারুফ খান, সাতক্ষীরায় মোহাম্মদ হুমায়ুন কবির, মুন্সিগঞ্জে কাজী নাহিদ রসূল এবং নাটোরে শামীম আহমেদকে নিয়োগ দেওয়া হয়েছে।