সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
খুলনার বড় বাজারে রিক্সা-ভ্যান-ঠেলাগাড়ি চলাচল বন্ধ | চ্যানেল খুলনা

খুলনার বড় বাজারে রিক্সা-ভ্যান-ঠেলাগাড়ি চলাচল বন্ধ

চ্যানেল খুলনা ডেস্কঃ করােনাভাইরাস (কোভিড-১৯)-এর সংক্রমণ রােধে নিরাপদ সামাজিক ও শারীরিক দূরত্ব ফলপ্রসূভাবে কার্যকর করার জন্য খুলনার বড় বাজারে অভ্যন্তরে রিক্সা, ভ্যান ও ঠেলাগাড়ি চলাচল বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করােনাভাইরাস (কোভিড-১৯)-এর সংক্রমণ রােধে সকাল সাড়ে ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত বড় বাজারের মহেন্দ্র স্ট্যান্ডের মােড় হতে কবুতর পট্টি পর্যন্ত রিক্সা, ভ্যান ও ঠেলাগাড়ি চলাচল বন্ধ থাকবে। এছাড়া বড় বাজার সংলগ্ন এলাকা খুলনা সদর থানার মােড় হতে কালিবাড়ি মােড়ের অভ্যন্তরে সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ব্যক্তিগত যানবাহন চলাচল বন্ধ থাকবে।এছাড়াও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিরাপদ সামাজিক ও শারীরিক দূরত্ব ফলপ্রসূভাবে কার্যকর লক্ষ্যে সকাল ৬ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত বড় বাজারের চালের আড়ৎসহ সকল প্রকার আড়ৎ খােলা থাকবে। কিন্তু এসময়ে অন্যান্য দোকান বন্ধ থাকবে। তবে দুপুর ১২ টা হতে বিকেল ৫ টা পর্যন্ত চলের আড়ৎসহ সকল প্রকার আড়ৎ বন্ধ থাকবে কিন্তু অন্যান্য দোকান খােলা থাকবে। এ আদেশ অমান্যকারীর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, এ বিভাগের সব থেকে বড় নিত্যপন্যের বাজার খুলনার বড় বজার। প্রতিদিন খুলনা বিভাগের বেশ কয়েকটি জেলাসহ পার্শ্ববর্তী গোপালগঞ্জ ও পিরোজপুর জেলার অসংখ্য পাইকারী ব্যবসায়ি ও খুচরা ক্রেতাদের সমাগম হয় এ বাজারে।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

সোনাডাঙ্গায় অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী ডাবলু গ্রেপ্তার

‘দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি না থাকলে উন্নয়ন সম্ভব নয়’ ধর্ম উপদেষ্টা

দ্রুত অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে: গয়েশ্বর চন্দ্র রায়

খুলনায় পুলিশের এডিসি কামরুজ্জামানের বিরুদ্ধে দুদকের মামলা

খুলনা মহানগরে ১০টি স্থানে ভর্তুকিমূল্যে কৃষিপণ্য বিক্রি চলছে

খুলনায় জাপা কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।