খুলনা দিঘলিয়ার উপজেলাধীন ৬নং যোগীপোল ইউনিয়নের ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর পীর সাহেব চরমনোনাই মনোনীত হাতপাখা মার্কার চেয়ারম্যান প্রার্থী মাওঃ আব্দুলাহ্ আল-মাসুম দলীয় নেতা-কর্মী ও জনসাধারণকে সাথে নিয়ে মতবিনিময়, গণংযোগ ও প্রচার প্রচারণা করে।
আজ মঙ্গলবার বিকাল চারটায় জাব্দীপুর ঈদগাহ্ মসজিদ থেকে ৬,৭ ও ৮নং ওয়ার্ড এলাকায় গণসংযোগ করা হয়। মাওঃ আব্দুলাহ্ আল-মাসুমের পক্ষে ৬,৭ ও ৮নং যাব্দিপুরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ খানজাহান আলী থানা কমিটির নেতৃবৃন্দ ও সাধারন ব্যক্তিবর্গ।
চেয়ারম্যান প্রার্থী আবদুল্লাহ-আল-মাসুম বলেন, চেয়ারম্যান পদে নির্বাচিত হলে ৬নং যোগীপোল ইউপি এলাকা একটি দূনিতিমুক্ত আধুনিক, মডেল, সমৃদ্ধ, ইউনিয়ন পরিষদ হিসাবে উপহার দিবেন।
গণসংযোগে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খানজাহান আলী থানার সভাপতি মোঃ মাস্টার মঈনউদ্দিন ভূঁইয়া, জয়েন্ট সেক্রেটারী মাওঃ রাসেদুল ইসলাম, মোঃ বজলুর রহামান, প্রচার ও দাওয়াহ সম্পাদক মোঃ আবু ইসহাক, সহ-প্রচার মোঃ ইউনুস আলী, ইসলামী যুব আন্দোলন নেতা শেখ রমজান, থানা ছাত্র আন্দোলনের সভাপতি মুহা. রিয়াজ হাওলাদার, গোলাম মোস্তাফা প্রিন্স, হাসিবুর ইসলাম, জাহিদুল, আঃ মালেক, ইসলামসহ যুব আন্দোলন ও ছাত্র আন্দোলনে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।