ছাত্র-জনতার আন্দোলনে আহতদের সুস্থতা ও বীর শহীদদের মাগফিরাত কামনায় দোয়া ও ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার ও অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, বন্ধ মিল কলকারখানা চালু, ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আগামীকাল ৪ অক্টোবর শুক্রবার বিকাল ৩ টায় নগরীর শহীদ হাদিস পার্কে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সদর থানার উদ্যোগে গণ-সমাবেশ ও সন্ধ্যায় সিরাতুন্নবী (সঃ) উপলক্ষে সিরাত মাহফিল অনুষ্ঠিত হবে।
গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমীর হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, প্রধান বক্তা থাকবেন প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি শেখ মোহাম্মদ নাসির উদ্দিন, সেক্রেটারি মুফতি ইমরান হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক আলহাজ্ব আমজাদ হোসেন। সিরাত মাহফিলে প্রধান অতিথি থাকবেন পীর সাহেব চরমোনাই রহমাতুল্লাহ আলাইহির খলিফা ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুস আহমদ, ঢাকা মোহাম্মদপুর আশরাফিয়া মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব মাওলানা আবুল কাশেম আশরাফী, মাওলানা মোস্তাক আহমেদ, মাওলানা গোলামুর রহমান, মাওলানা মাহফুজুর রহমান, মাওলানা রশিদ আহমদ, মুফতি জিহাদুল ইসলাম, এফএম নাজমুস সউদ, অধ্যাপক আব্দুল্লাহ ইমরান, ডক্টর মাওলানা ইমরান উল্লাহ, মাওলানা ইয়াহইয়া মাহমুদ সহ খুলনার বিশিষ্ট ওলামায়ে কেরাম।
এছাড়াও বক্তব্য রাখবেন মোঃ আবু গালিব, মাওলানা দ্বীন ইসলাম, আলহাজ্ব আব্দুস সালাম, মোঃ দেলোয়ার হোসেন, মাওলানা হাবিবুল্লাহ গাজী, হাফেজ হাবিবুল্লাহ মেজবাহ।
আগামীকালের গণসমাবেশ ও সীরাত মাহফিলে খুলনার সর্বস্তরের ধর্মপ্রান মুসলমানদেরকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা সদর থানার সভাপতি আলহাজ্ব আবু তাহের, সেক্রেটারি গাজী ফেরদৌস সুমন, জয়েন সেক্রেটারি এইচ এম খালিদ সাইফুল্লাহ ও ইঞ্জিনিয়ার হায়দার আলী।