খুলনা নগরীর শিববাড়ি মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার (২৬ নভেম্বর) বেলা ১১ টায় অবস্থান নেয়। একই সাথে চিন্ময় প্রভূকে আটকের প্রতিবাদে খুলনা শিববাড়ী মোড়ে বিক্ষোভ সমাবেশে সনাতনীদের হাজির হওয়ার কথা ছিলো কিন্তু তারা তাদের কর্মসূচি স্থান পরিবর্তন করে পিকচার প্যালেস মোড়ে নিয়ে গেছে। এই মুহূর্তে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শিববাড়ী মোড়ে অবস্থান করছিল।
এই সময়ে ইসকনের কয়েকজন সদস্য আসলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তাদের সাথে কথা বলতে গেলে তারা কথা শুনতে নারাজ হয়। এসময়ে একটু ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে ইস্কনের এক সদস্য ছাত্র আন্দোলনের এক মেয়ের শরীরে হাত দেয় এতে ক্ষিপ্ত হয়ে আন্দোলনকারীরা তাকে পুলিশের হাতে দেয়।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টা থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে শিববাড়ী থেকে মিছিল অভিমুখে পিকচার প্যালেস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও শিববাড়ী এসে শেষ হয়।
আন্দোলনে স্থানীয় লোকজনকেও একাত্মতা প্রকাশ করে শিক্ষার্থীদের সঙ্গে শ্লোগান দিতে দেখা যায়।