খুলনা সদর থানার অর্ন্তগত ২৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাহাবুব উল্লাহ শামীমকে দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডের সাথে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে ওয়ার্ড বিএনপি’র সভাপতি পদসহ দলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বৃৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সদর থানা বিএনপির সভাপতি কেএম হুমায়ুন কবীর ও সাধারণ সম্পাদক মোল্লা ফরিদ আহমেদ স্বাক্ষরিত পত্রে সংগঠন থেকে বহিষ্কৃত হওয়ায় মাহবুব উল্লাহ শামীমের সাথে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের কোন প্রকার যোগাযোগ না রাখতে বলা হয়েছে।