খুলনাস্থ ভারতীয় সহকারী হাই কমিশনার রাজেশ কুমার রায়না বলেছেন, প্রতি বছর দেবী দুর্গা মহিষাসুর বধের মধ্য দিয়ে সমাজের পাপ ও অনাচার দূর করেন। দেবীর আগমনে অশুভ শক্তির পরাজয় ও শুভ শক্তির উদয় ঘটে। তাই বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় প্রতি বছর সনাতন ধর্মাবলম্বীরা দেবী দুর্গার পূজা করে থাকেন।
মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে খুলার কয়রা উপজেলার সুরখালি রামকৃষ্ণ মন্দির ও চান্নির চক মন্দির পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন মিঃ রাইনা। এছাড়াও তিনি পাইকগাছা উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শন করেন। এরপর তিনি রাত ৯ টায় শিববাড়ী কালী মন্দিরে মঙ্গল প্রদীপ প্রজ্জলন শেষে টুটপাড়া ও গ্লাক্সোর মোড়ে অনুষ্ঠিত দুর্গা পূজা পরিদর্শন করেন।