খুলনা মহানগরীর বিভিন্ন এলাকায় বিএসটিআই বিভাগীয় অফিস, খুলনা ও ইন্ড্রাস্টিয়াল পুলিশ খুলনা এর যৌথ উদ্যোগে ৬ মার্চ (বুধবার) একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালিত হয়।
উক্ত অভিযানে খুলনা রেলওয়ে হাসপাতাল রোড এলাকার দেশ ড্রিংকিং ওয়াটার, প্রান্তিকা নিরালা এলাকার ইলোরা ড্রিংকিং ওয়াটার, ময়লাপোতার একতা ড্রিংকিং ওয়াটার, নামীয় প্রতিষ্ঠান সমূহ অবৈধভাবে প্যাকেজড ড্রিংকিং ওয়াটার উৎপাদন করায় এইসব প্রতিষ্ঠানের প্রায় ৫০০টি জার জব্দ/ধ্বংস করা হয়। এছাড়া লেবেলবিহীন আরও কয়েকটি প্রতিষ্ঠানের প্রায় ৫০০ টি জার জব্দ পূর্বক ধ্বংস করা হয়। বিএসটিআই খুলনা বিভাগীয় অফিসের উপ-পরিচালক মোঃ আলাউদ্দিন হুসাইন এর সার্বিক নির্দেশনায় এ সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন এস এম আশিকুজ্জামান, সহকারী পরিচালক (পদার্থ), মনির হোসেন, সহকারী পরিচালক (সিএম), মোঃ মাহমুদুল হাসান রানা, ফিল্ড অফিসার ( সিএম), দীপঙ্কর কুমার দত্ত, ফিল্ড অফিসার( সিএম), মো: হাফিজুর রহমান, পরিদর্শক ( মেট্রোলজি), বিএসটিআই, খুলনা এবং ইন্ড্রাস্টিয়াল পুলিশ, খুলনা এর একটি টীমের সম্বন্বয়ে পরিচালিত হয়। জনস্বার্থে বিএসটিআই, খুলনা এর এরূপ অভিযান অব্যাহত থাকবে।