চ্যানেল খুলনা ডেস্কঃআর দু’দিন পর ১০ ডিসেম্বর মঙ্গলবার নগর ও জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। চলছে নানা প্রস্তুতি। সম্মেলন সফল করতে আ’লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রতিদিন সভা, সমাবেশ আর আনন্দ মিছিলের পাশাপাশি চলছে প্রচার-প্রচারণা।
যৌথ সভা আজ : ত্রি-বার্ষিক সম্মেলন সফল করতে আজ রবিবার সন্ধ্যা ৬টায় নগর ও জেলা আ’লীগের নির্বাহী কমিটির যৌথ সভা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দিন এমপি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন আ’লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।
সভায় নগর ও জেলা আ’লীগের নির্বাহী কমিটির সকল সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ আহ্বান জানিয়েছেন নগর আ’লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, জেলা সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, নগর সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আলহাজ্ব মিজানুর রহমান মিজান, জেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এড. সুজিত অধিকারী।
খালিশপুর থানা আ’লীগ : খুলনা মহানগর ও জেলার ত্রি-বার্ষিক সম্মেলনকে সামনে রেখে গতকাল শনিবার সন্ধ্যায় গোয়ালপাড়া কমিউনিটি সেন্টারে দলটির কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়। থানা সভাপতি আলহাজ্ব এ কে এম ছানাউল্লাহ নান্নুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নগর আ’লীগের সভাপতি সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। সভায় বক্তৃতা করেন নগর আ’লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ ফারুক আহমেদ ও আলহাজ্ব মোঃ আশরাফুল ইসলাম, থানার সাধারণ সম্পাদক আলহাজ্ব মনিরুল ইসলাম বাশার, মহানগর নেতা মোঃ আমিনুল ইসলাম মুন্না, কাউন্সিলির মেমরী সুফিয়া রহমান শুনু, জিয়াউল আলম খোকন, থানা মহিলা আওয়ামী লীগের সভাপতি শারমিন সুলতানা শিখা, যুবলীগ নেতা আবদুল্লাহ মিলন, স্বেচ্ছাসেবক লীগ নেতা শফিকুল ইসলাম অভি, ছাত্রলীগ নেতা মোঃ রাশেদুল ইসলাম প্রমুখ।
স্বেচ্ছাসেবক উপ-কমিটি : সম্মেলনকে সফল করতে সভা করেছে স্বেচ্ছাসেবক উপ-কমিটি। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় দলীয় কার্যালয়ে উপ-কমিটির আহ্বায়ক শেখ মোশাররফ হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব সফিকুর রহমান পলাশের পরিচালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন নগর আ’লীগ সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আলহাজ্ব মিজানুর রহমান মিজান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন আ’লীগ নেতা শেখ হায়দার আলী, কাজী এনায়েত হোসেন, আবুল কালাম আজাদ কামাল, হাফেজ মোঃ শামীম, হাজী নুরুজ্জামান, এড. সরদার আনিসুর রহমান পপলু, রণজিত কুমার ঘোষ, মোঃ মোতালেব হোসেন, মনিরুজ্জামান সাগর, শেখ শাহাজালাল হোসেন সুজন, এস্ এম আসাদুজ্জামান রাসেল, এম এ নাসিম, মোঃ হোসেনুজ্জামান হোসেন, কাজী কামাল হোসেন, নজরুল ইসলাম দুলু, আব্দুল কাদের শেখ, অভিজিৎ চক্রবর্তী দেবুসহ অন্যান্য নেতৃবন্দ।
দৌলতপুর থানা আ’লীগ : সম্মেলন সফলে গতকাল দৌলতপুর থানা আ’লীগের সভাপতি সৈয়দ আলীর নেতৃত্বে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। এসময় স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খালিশপুর থানা যুবলীগের আনন্দ মিছিল : নগর ও জেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষে আনন্দ মিছিল করেছে সংগঠনটি। মিছিল ও মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথি ছিলেন নগর যুবলীগের আহ্বায়ক শফিকুর রহমান পলাশ ও প্রধান বক্তা ছিলেন নগর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন। গতকাল শনিবার বিকেল ৩টায় খালিশপুর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে যুব সমাবেশে বক্তৃতা করেন নগর আ’লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ ফারুক আহমেদ, থানা আ’লীগের সভাপতি একেএম সানাউল্লাহ নান্নু, কাউন্সিলর আমিনুল ইসলাম মুন্না, কাউন্সিলর শেখ মোশাররফ হোসেন, মহানগর যুবলীগ নেতা নজরুল ইসলাম দুলু, কাজী কামাল হোসেন, অভিজিৎ চক্রবর্তী দেবু, মোস্তফা শিকদার, শওকাত হোসেন, জুয়েল হাসান দিপু, কাজী ইব্রাহিম মার্শাল, মহিদুল ইসলাম মিলন, মশিউর রহমান সুমন, মেহেদী হাসান মোড়ল, ইয়াসিন আরাফাত, মোঃ রাশেদুল ইসলাম, ইমরুল ইসলাম, মিজানুর রহমান মিজান, বাবুল মুন্সি, জামান মোল্লা জেলিম, কাজী ইয়াসির আরাফাত হোয়াইট, সবুজ, মশিউর রহমান লিটন, বাপ্পি বুলু, ইউসুফ, হেলাল ফরিদ, শহিদুল মোশারেফ মুন, নুর হাসান জনি, ফারুক হোসেন, শাহারিয়ার বাবু, মাসুদুর রহমান, রবিউল ইসলাম, সাগর শিকদার, ছাত্রলীগ নেতা আতিকুর রহমান সোহাগ, শেখ টিপু সুলতান, নাইম সরদারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নগর কৃষক লীগ : সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের নগর সভাপতি হাজী মোহাম্মদ নুরুজ্জামান। উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন শ্যামল সিংহ রায়, অধ্যাপক আবুল বরকত মুকুল, অধ্যাপক সোহেল ইসহাক, এড. খোরশেদ আলম, মোঃ বদিউজ্জামান সোহাগ, আল মাসুম খান, আবু বকর সিদ্দিক বাবলু, শেখ আকরাম হোসেন, শেখ নিজাম উদ্দিন, আমিনুর ইসলাম টিটু, আবুল বাশার, মোঃ আনোয়ার হোসেন, শেখ মোঃ হাবিবুর রহমান, মোঃ সিদ্দিকুর রহমান তপু, মোঃ জাহিদ হোসেন চৌধুরী।