খুলনা মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার জনাব সরদার রকিবুল ইসলাম বিপিএম এঁর নির্দেশে এবং প্রত্যক্ষ তদারকিতে লবণচরা থানা পুলিশ আজ মঙ্গলবার সকাল ০৬:৪৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে লবণচরা থানাধীন রূপসা ব্রিজের উত্তর পাশের ঢাল সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদক ব্যবসায়ী ইসরাফিল হাওলাদার হিরক(২৪), পিতা-ফেরদৌস হাওলাদার এবং মোঃ গোলাম রব্বানী(২৫), পিতা-মোঃ শহীদ হাওলাদারকে গ্রেফতার করে এবং তাদের হেফাজত থেকে এক (০১) কেজি গাঁজা উদ্ধার করে।
উল্লেখ্য তাদের বিরুদ্ধে লবণচরা, খুলনা ও রূপসা থানায় মাদকদ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে। তাদের বিরূদ্ধে লবণচরা থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।