সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
খুলনায় কর মেলার ৩য় দিনে প্রায় তিন টাকা কর আদায় | চ্যানেল খুলনা

খুলনায় কর মেলার ৩য় দিনে প্রায় তিন টাকা কর আদায়

চ্যানেল খুলনা ডেস্কঃ আয়কর মেলার তৃতীয় দিন শনিবার (১৬ নভেম্বর) খুলনা অঞ্চলে ২ কোটি ৯০ লাখ ৫৫ হাজার ৫২৪ টাকা আয়কর জমা পড়েছে। এদিন মেলা থেকে সেবা গ্রহণ করেছেন ১৭ হাজার ২০২ জন। রিটার্ণ দাখিল করেছেন ৬ হাজার ৩৮০ জন। নতুন টিআইএন গ্রহণ করেছেন ২৭২ জন।

এর মধ্যে খুলনা জেলায় ৬২ লাখ ৭৮ হাজার ৬২২টাকা আয়কর জমা পড়েছে। এদিন মেলা থেকে সেবা গ্রহণ করেছেন ৬ হাজার ৭৮৭ জন। রিটার্ণ দাখিল করেছেন ২ হাজার ৩১ জন। নতুন টিআইএন গ্রহণ করেছেন ১১৬ জন।

খুলনা কর অঞ্চলের কর কমিশনার প্রশান্ত কুমার রায় সন্ধ্যায় এ তথ্য জানান।

গত বছর খুলনায় আয়কর মেলার তৃতীয় দিন ১৫ নভেম্বর (বৃহস্পতিবার) ২ কোটি ২৭ লাখ ২২ হাজার ৭৩১ টাকা আয়কর জমা পড়েছিল। সেদিন মেলা থেকে সেবা গ্রহণ করেন ৩ হাজার ২৪২ জন। রিটার্ণ দাখিল করেন ১ হাজার ৮৮৬ জন। নতুন টিআইএন গ্রহণ করেন ৯৮ জন।

উল্লেখ্য, খুলনার সোনাডাঙ্গায় অবস্থিত খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে ১৪ হতে ২০ নভেম্বর পর্যন্ত সাত দিনব্যাপী এ মেলায় আয়কর রিটার্ন দাখিল, টিআইএন রেজিষ্ট্রেশন, নতুন করদাতাদের টিআইএন সনদ প্রদান, ব্যাংক-বুথে আয়করের টাকা জমা, আয়কর রিটার্ন ফরম সরবরাহ ও পূরণে সহযোগিতাসহ বিভিন্ন সেবা প্রদান করা হচ্ছে। মেলা প্রতিদিন সকাল ৯টা হতে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলবে। মেলায় মোটি ৩২টি স্টল রয়েছে।

https://channelkhulna.tv/

অর্থনীতি আরও সংবাদ

আপনারা তো ভাবছেন ভিক্ষা করে টাকা-পয়সা নিয়ে আসি

ব্যাংকে ডলার সংকট কেটে গেছে : বাণিজ্য উপদেষ্টা

২৮ দিনে রেমিট্যান্স এলো ২৯ হাজার ৭৭২ কোটি টাকা

২৩ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে বেক্সিমকোর দায়-দেনা ৫০৫০০ কোটি টাকা

রূপালী ব্যাংকের এমডি ও সিইও হলেন ওয়াহিদুল ইসলাম

বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি ও যাতায়াত স্বাভাবিক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।