খুলনায় আঞ্চলিক দৈনিক ও জাতীয় গণমাধ্যমের সাংবাদিকদের অংশগ্রহণে ‘গুজব প্রতিরোধ ও উন্নয়ন সংবাদ প্রচারে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা খুলনা সার্কিট হাউজে অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকার।
সভায় বক্তারা জানান, অনেকে বুঝে বা না বুঝে গুজবে জড়িয়ে পড়ছি। বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে গুজবগুলো সমাজে দ্রুত ছড়িয়ে পড়ছে। এমনকি গুজব ছড়িয়ে উন্নয়ন কর্মকাণ্ডগুলোকে বাধাগ্রস্থ করা হচ্ছে। এসময় গুজব প্রতিরোধে সকলকে আহ্বান জানানো হয়। এর আগে প্রধান তথ্য অফিসার সুরথ কুমার ইলেকট্রনিক প্রেজেন্টেশনের মাধ্যমে বর্তমান সরকারের করা উন্নয়ন চিত্র তুলে ধরেন।
আঞ্চলিক তথ্য অফিস খুলনার উদ্যোগে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন খুলনার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো: ইকবাল হোসেন। গুজব প্রতিরোধ ও উন্নয়ন সংবাদের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন খুলনা বেতারের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ শামীম হোসেন, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সী মাহবুব আলম সোহাগ।
সভায় আরো উপস্থিত ছিলেন আঞ্চলিক তথ্য অফিস খুলনার উপপ্রধান তথ্য অফিসার জিনাত আরা আহমেদ, তথ্য অফিসার মোঃ মঈনউদ্দীন, সহকারী তথ্য অফিসার মোঃ আতিকুর রহমান মুফতিসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।