দীর্ঘ আড়াই বছর বন্ধ থাকার পর খুলনায় ফের চালু হয়েছে ফুলতলা-রূপসা রুটে নগর পরিবহন। সোমবার (১ আগস্ট) সকাল ৮টা থেকে ফুলতলায় নগর পরিবহন চালুর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে ফুলতলা থেকে রূপসার উদ্দেশ্যে ছেড়ে আসে বাস। কোভিট-১৯ এর কারণে দীর্ঘ আড়াই বছর বন্ধ থাকার পর নগর পরিবহন চালু সংবাদে আনন্দিত যাত্রীরা।
খুলনা মোটর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোল্লা মুজিবর রহমান বলেন, করোনার কারণে আড়াই বছর বন্ধ ছিল নগর পরিবহন। এ বিষয়ে খুলনার মিডিয়া, আগুয়ান৭১, নিরাপদ সড়ক চাইসহ বিভিন্ন সামাজিক সংগঠনের দাবির প্রেক্ষিতে আজ থেকে নগর পরিবহন চালুর ব্যবস্থা করা হয়েছে। এদিন সকাল ৮টায় নগর পরিবহন চালুর ফুলতলায় আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এসময় আমি এবং খুলনা মোটর বাস মালিক সমিতির সভাপতি মো: হারুনর রশীদ ভুইয়াসহ অনেকেই উপস্থিত ছিলেন।
তিনি বলেন, এই রুটে প্রাথমিকভাবে ৫/৬টি নগর পরিবহন (বাস) চলাচল শুরু হচ্ছে।
তিনি আরো বলেন, এই রুটে নগর পরিবহন চলাচলের জন্য ফুলতলা থেকে দৌলতপুর পর্যন্ত শিক্ষার্থীদের জন্য ১০ টাকা এবং সাধারণ যাত্রীদের জন্য ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আর রূপসা থেকে ফুলতলা পর্যন্ত সাধারণ যাত্রীদের কাছ থেকে ৩০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। বিএল কলেজের শিক্ষার্থী সোনিয়া আক্তার ইমু বলেন, নগর পরিবহন যাত্রীদের জন্য সহজলভ্য। স্বল্প ভাড়ায় এই পরিবহনে শিক্ষার্থীরা যাতায়াত করতে পারে। দীর্ঘদিন এই পরিবহনটি বন্ধ থাকার পর চালু হওয়ায় শিক্ষার্থীদের জন্য সুবিধা হলো।
জানা গেছে, বন্ধের পূর্বে খুলনা মহানগরীর রূপসা ঘাট থেকে ফুলতলা বাসস্ট্যান্ড পর্যন্ত ৬৫টি নগর পরিবহন বাস চলাচল করতো। নগর পরিবহন নামে পরিচিত এই বাসে স্বল্প খরচে যাতায়াত করতেন নিম্ন আয়ের মানুষ ও শিক্ষার্থীরা। বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে রূপসা থেকে ফুলতলা পর্যন্ত সাধারণ যাত্রী এবং শিক্ষার্থীদের যাতায়াতে ইজিবাইক ও মাহিন্দ্রার উপর নির্ভর করতে হয়। ফলে অধিক ভাড়া গুণতে হয়। নগর পরিবহন ফের চালু হওয়ায় শিক্ষার্থী ও সাধারণ মানুষ এখন স্বল্প ভাড়ায় নগরে চলাচল করতে পারবে।