গানের ভিতর দিয়ে যখন দেখি ভবনখানি তখন তারে চিনি আমি তখন তারে জানি” এই শ্লোগান নিয়ে খুলনায় ধ্রুপদ সৃজনশীল একাডেমির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয় । প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীর উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তে এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।ধ্রুপদ সৃজনশীল একাডেমী খুলনার সভাপতি অধ্যক্ষ (অব:) সরদার ফেরদৌস আহমেদের সভাপতিত্বে ও ফালগুনী বিশ্বাসের উপস্থাপনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার খুলনা সহকারী পরিচালক মোঃ মামুন আক্তার । এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন এ্যাডঃ মিনা মিজানুর রহমান,জেলা কালচারাল অফিসার সুজিত কুমার সাহা,খুলনা নাট্য নিকেতনের সাধারণ সম্পাদক মোকলেসুর রহমান বাবলু,খুলনা নাট্য নিকেতনের অধ্যক্ষ শেখ আব্দুস সালাম,ধ্রুপদ সৃজনশীল একাডেমির সাংগঠনিক সম্পাদক জেমস টমাস বিশ্বাস,ধ্রুব দাস,ধ্রুপদ সৃজনশীল একাডেমির পরিচালক বনানী ঘোষ প্রমুখ। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য ও গান পরিবেশন করেন সিলভিয়া মৌ,জোভান পনুয়েল বিশ্বাস মুগ্ধ,বাঁধন দাস অর্ঘ্যসহ ধ্রুপদ সৃজনশীল একাডেমির শিক্ষার্থীরা ।