খুলনার নবাগত জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার খুলনায় এসে পৌঁছেছেন। আজ শনিবার (২৬ জুন) বিকেলে খুলনার প্রবেশ দ্বার খান জাহানআলী সেতুর (রূপসা সেতু) নিকটে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান রূপসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খান মাসুম বিল্লাহ। এ সময়ে উপস্থিত ছিলেন রূপসা থানার অফিসার্স ইনচার্জ সরদার মোশাররফ হোসেন ও ইন্সপেকটার তদন্ত মো: সিরাজুল ইসলাম।
উল্লেখ্য, গত ৩১ মে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব শাহীন আরা বেগম, পিএএ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এ নিয়োগ করা হয়। তিনি এর আগে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন।
সদ্য নিয়োগপ্রাপ্ত খুলনা জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার ২১ তম বিসিএস এ প্রশাসন ক্যাডারে যোগদান করেন। মেহেরপুরের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে প্রশাসনে তার কর্মজীবন শুরু। পরবর্তীতে চরফ্যশন উপজেলার এসিল্যান্ড, মুলাদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), বরিশাল সিটি কর্পোরেশনের সচিব, কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক ও দুদক চেয়্যারম্যানের একান্ত সচিব হিসেবে বিভিন্ন সময়ে কর্মরত ছিলেন।
প্রশাসন ক্যাডারে চাকরির পূর্বে তিনি ২০ তম বিসিএসএ সমবায় ক্যাডারে নিয়োগপ্রাপ্ত হয়ে বরগুনার জেলা সমবায় অফিসার ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও ইংল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। বিভিন্ন সময়ে সততা ও দক্ষতার সাথে তিনি তার কর্ম জীবনের অর্পত দায়িত্ব পালন করে আসছেন।
তিনি ঝালকাঠী জেলার নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তার স্ত্রী একজন গৃহিনী। তিনি এক মাত্র কন্যা সন্তানের জনক।
অপর এক প্রজ্ঞাপনে খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জননিরাপত্তা বিভাগে বদলী করা হয়েছে।