সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
খুলনায় বন্যপ্রাণী ব্যবস্থাপনা বিষয়ক ১০দিনের প্রশিক্ষণ সম্পন্ন | চ্যানেল খুলনা

খুলনায় বন্যপ্রাণী ব্যবস্থাপনা বিষয়ক ১০দিনের প্রশিক্ষণ সম্পন্ন

বন্যপ্রাণী রক্ষা, সংরক্ষণ ও সংশ্লিষ্ট প্রশাসনকে সহযোগীতা প্রদানে কাজ করা খুলনা বিভাগের ৭টি জেলার স্বেচ্ছাসেবীদের “বন্যপ্রাণী ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট আইন ও বিধিমালা” শীর্ষক ১০দিনের প্রশিক্ষণ মঙ্গলবার (৩০ নভেম্বর) সম্পন্ন হয়েছে।
বন অধিদপ্তরের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ খুলনা’র আয়োজনে এবং বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণ ও আবাসস্থল উন্নয়ন প্রকল্পের অর্থায়নে নগরীর সোনাডাঙ্গা যুব প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুরে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিভাগীয় বন কর্মকর্তা নির্মল কুমার পাল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তর- খুলনা’র উপ-পরিচালক মো. মোস্তাক উদ্দীন। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ- খুলনা’র কর্মকর্তা ও মৎস্য বিশেষজ্ঞ মো. মফিজুর রহমান চৌধুরী’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. ওয়াসিউল ইসলাম ও রেঞ্জ কর্মকর্তা মো. লুৎফর পারভেজ।

এর আগে, ১০ দিনের প্রশিক্ষণে বন্যপ্রাণী ব্যবস্থাপনা, বন্যপ্রাণী অপরাধ, বন্যপ্রাণীর প্রকারভেদ, বাংলাদেশে বন্যপ্রাণীর অবস্থান, জীব-বৈচিত্র’র গুরুত্ব, বন্যপ্রাণী সম্পর্কে ধারনা ও আন্তর্জাতিক চুক্তি, পরিবেশে পাখি; হাতি; বাঘ; সাপ; কুমির; তিমি; ডলফিন ও শকুন’র গুরুত্ব; এ সম্পর্কিত আইন এবং বিধিমালাসহ বিভিন্ন গুরুত্বপূর্ন বিষয়ের এপর প্রশিক্ষন প্রদান করেন উপ-প্রধান বন সংরক্ষক (অব.) ও বিশিষ্ট বন গবেষক ড. তপন কুমার দে, খুলনা বিভাগীয় বন কর্মকর্তা নির্মল কুমার পাল, খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো, খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. ওয়াসিউল ইসলাম, ডব্লিউসিএস’র কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. জাহাঙ্গীর আলম, প্রাণীবিদ্যা বিভাগ’র অধ্যাপক (অব.) ড. বিবেকানন্দ বিশ্বাস, ফুলতলা উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. অরুন কান্তি মন্ডল, সুন্দরবন পশ্চিম বন বিভাগ’র বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মহসিন হোসেন, সুন্দরবন পূর্ব বন বিভাগ’র বন কর্মকর্তা মো. বেলায়েত হোসেন, খুলনা বন বিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা তন্ময় আচার্য্য, মৎস্য বিশেষজ্ঞ ও প্রশিক্ষন সমন্বয়কারী মো. মফিজুর রহমান চোধুরী, ভেনোম গবেষক ও সর্প বিশেষজ্ঞ মো. বোরহান বিশ্বাস রুমন, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগের ওয়াইল্ডলাইফ ইন্সপেক্টর মো. রাজু আহমেদ এবং যুব প্রশিক্ষন কেন্দ্র’র ডেপুটি কো-অর্ডিনেটর এইচ.এম. নুরুজ্জামান।
প্রশিক্ষণকালে স্বেচ্ছাসেবীদের বন্যপ্রাণী উদ্ধার, পুনর্বাসন, চিকিৎসা এবং অবমুক্ত করার উপর প্রাকটিক্যাল প্রশিক্ষন প্রদান করা হয়।

২১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত প্রশিক্ষণে বিভাগের ৭টি জেলা থেকে সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন থেকে ৩০জন স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ শেষে স্বেচ্ছাসেবীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

এছাড়া, প্রশিক্ষণের সমাপনী দিনে বিশেষ মূল্যায়ন পরীক্ষায় উত্তীর্ণ স্বেচ্ছাসেবী খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্রী ফরহানা লিয়া, তালার সাংবাদিক বি.এম. জুলফিকার রায়হান ও খুলনা বিএল কলেজের ছাত্র পার্থ প্রতিম রায়কে পুরস্কার প্রদান করা হয়।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় দ্বিতীয় দিনের মত ইন্টার্ণ চিকিৎসকদের কর্মবিরতি চলছে

খুলনা মহানগর বিএনপির সভাপ‌তি মনা, ‍সম্পাদক তুহিন

পেশাগত উন্নয়নে সফট স্কিলে দক্ষতা অর্জন বর্তমান সময়ে সবচেয়ে জরুরি : উপাচার্য

খুলনা বিভাগের পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারীদের সম্মাননা প্রদান

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি খুলনা বিএনপির শ্রদ্ধা নিবেদন

কয়রায় যৌথ অভিযানে ৬২ কেজি হরিণের মাংস উদ্ধার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।