বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, লোভ-লালসার উর্ধ্বে উঠে দলের দুঃসময়ে কাজ করেছিলেন মরহুম বিএনপি নেতা কাজী সেকেন্দার আলী ডালিম। তিনি চিরদিন আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবেন।
গতকাল বৃহস্পতিবার বেলা ১২টায় দলীয় কার্যালয়ে মহানগর বিএনপির উদ্দ্যোগে খুলনা বিএনপির প্রতিষ্ঠাকালীন সংগঠক, খুলনা মহানগর বিএনপি সাবেক সাধারন সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতি, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি সদ্য প্রয়াত কাজী সেকেন্দার আলী ডালিম এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
মহানগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জু’র সভাপতিত্বে এবং আসাদুজ্জামান মুরাদ এর পরিচালনায় দোয়া করেন মাওলানা আব্দুল মান্নান। সভায় বক্তব্য রাখেন জেলা সভাপতি এড. শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, শেখ ইকবাল হোসেন, অধ্যক্ষ তরিকুল ইসলাম, শেখ আবু হোসেন বাবু প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন শেখ মুশাররফ হোসেন, স ম আব্দুর রহমান, শেখ জাহিদুল ইসলাম, শাহাজালাল বাবলু, শেখ আব্দুর রশিদ, মোল্যা খায়রুল ইসলাম, এড. তছলিমা খাতুন ছন্দা, কামরুজ্জামান টুকু, মেহেদী হাসান দিপু, মহিবুজ্জামান কচি, ইকবাল হোসেন খোকন, কাজী রিয়াদ, নিজামুর রহমান লালু, শাহিনুল ইসলাম পাখি, শেখ সাদী, শামসুজ্জামান চঞ্চল, নিয়াজ আহমেদ তুহিন, জাফরী নেওয়াজ চন্দন, ওয়াজউদ্দিন সান্টু, আবু সাইদ শেখ, ইমাম হোসেন, হাফিজুর রহমান মনি, হাসান মেহেদী রিজভী, শেখ জামিরুল ইসলাম, ইশহাক তালুকদার, রবিউল ইসলাম রবি, ইশহাক তালুকদার, ইমতিয়াজ আলম, তৌহিদুল ইসলাম খোকন, এনামুল হাসান ডায়মন্ড, কাজী মাহমুদ আলী প্রমুখ। – প্রেস বিজ্ঞপ্তি