সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
খুলনায় ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির রিটেইল সেলসের ইমপ্লয়ার মিট আপ অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

খুলনায় ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির রিটেইল সেলসের ইমপ্লয়ার মিট আপ অনুষ্ঠিত

ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির আওতায় PRIDE  (Progressing the retail sector by improving decent employment) প্রজেক্টের কর্মসূচি নিয়ে ইমপ্লয়ার মিট আপের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার খুলনা ব্র্যাক লার্নিং সেন্টারে সকাল থেকে দুপুর পর্যন্ত এ ইমপ্লয়ার মিট আপ অনুষ্ঠিত হয়। উক্ত মিট আপে খুলনা শহরের সুপারশপসহ বিভিন্ন শোরুমের মালিক ও শোরুম ম্যানেজারগন উপস্থিত ছিলেন। ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির আওতায় শোভন কর্মপরিবেশ ও প্রান্তিক পর্যায়ে সুবিধা বঞ্চিত নারী ও পুরুষদের বিনামূল্যে রিটেইল সেলসের উপর প্রশিক্ষণ দিচ্ছে এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছে । পিছিয়ে পড়া তরুন তরুনীদের রিটেইল সেক্টরে জব দিচ্ছে। এতে করে যেমন বেকারত্ব দূর হচ্ছে তেমনি করে রিটেইল সেক্টরে দক্ষ জনবল তৈরি হচ্ছে। পাশাপাশি পারিবারিক ভাবে তারা সাবলম্বী হচ্ছে।

এ সময় বিভিন্ন কোম্পানির মালিক ও ম্যানেজারগন বলেন, ব্র্যাক থেকে প্রশিক্ষণ নেওয়া শিক্ষার্থীগুলো অন্যান্য কর্মীদের থেকে অনেক বেশি দক্ষ। তারা আরো বলেন, ব্র্যাককে অনেক ধন্যবাদ এমন একটি প্রশিক্ষণের ব্যবস্থা করার জন্য এতে করে তারাও যেমন লাভবান হচ্ছে তেমনি দক্ষ কর্মী পেয়ে দেশে বেকারত্বের হারও কমে যাচ্ছে।
উক্ত ইমপ্লয়ার মিট আপ পরিচালনা করেন ব্র্যাক স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রামের প্রাইড প্রজেক্টের অপারেশন ম্যানেজার দেবাংশু কুমার ঘোষ। তিনি বলেন, প্রাইড প্রজেক্ট বাংলাদেশের ৬ টি শহরে কার্যক্রম পরিচালনা করে আসছে। রিটেইল সেক্টরে শোভন কর্মপরিবেশ ও প্রান্তিক পর্যায়ে তরুনীদের প্রশিক্ষণ দিয়ে রিটেইল সেক্টরে আমুল পরিবর্তন করতে চায়। তিনি আরো বলেন, যাদের বসয় ১৮-৩০ এবং বিশেষ ক্ষেত্রে বিধবা ও তালাক প্রাপ্ত নারীদের জন্য বয়স ৩২ বছর তারা এই প্রশিক্ষণ নিতে পারবেন। তবে তাদের পরিবারের মাথাপিছু আয় ৩ হাজারের বেশি হওয়া যাবে না । তাদের ৩৬০ ঘন্টার প্রশিক্ষণ দেওয়া হয়।
উক্ত ইমপ্লয়ার মিট আপে আরো উপস্থিত ছিলেন, ব্র্যাক স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রামের রিজিওনাল ম্যানেজার মোঃ বাবুল হোসাইন, এরিয়া ম্যানেজার উৎপল কুমার বিশ্বাস, প্রাইড প্রজেক্টের খুলনা সেন্টারের সেন্টার লিড শিলা আক্তার, ইমপ্লয়মেন্ট অফিসার শরিফুল ইসলাম, প্রোগ্রাম অরগানাইজার মোঃ বারিকুল ইসলামসহ আরো অনেকে।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

পতিত স্বৈরাচার দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে : পরওয়ার

সোনাডাঙ্গা বিএনপির উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

গবেষণায় সহযোগিতা ও উদ্ভাবনী প্রযুক্তির উন্নয়নে একসাথে কাজ করার সুযোগ সৃষ্টি

টেকসই গবেষণার মাধ্যমে সমাজে খুবির গুরুত্ব তুলে ধরতে হবে : উপাচার্য

খুলনা খাদ্য পরিবহন (সড়ক পথ) কর্মচারী ইউনিয়নের কমিটি গঠন

জেসিআই ঢাকা সিগনেচার’র লোকাল প্রেসিডেন্ট সুমন সাহা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।