সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
খুলনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত | চ্যানেল খুলনা

মাদক কারবারী ও মাদকসেবীদের তালিকা তৈরির উদ্যোগ

খুলনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

চ্যানেল খুলনা ডেস্কঃ খুলনা বিভাগের সকল জেলার মাদক কারবারী ও মাদকসেবীদের তালিকা তৈরির নির্দেশনা দেয়া হয়েছে। এর মাধ্যমে মাদকদ্রব্যের অবৈধ ব্যবহার নিয়ন্ত্রণ সহজ হবে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় খুলনার বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার এসকল কথা বলেন। আজ (বৃহস্পতিবার) সকালে খুলনা সিএসএস আভা সেন্টারে মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। অনুষ্ঠানে প্রধান অতিথি সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে প্রথম মাদকমুক্ত করার ঘোষণা দেন। প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ ইতিবাচক মানসিকতা নিয়ে কাজ করলে মাদকের
অপব্যবহার হ্রাস পেতে বাধ্য। প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার অনুযায়ী মাদকমুক্ত বাংলাদেশ গড়তে দুর্বলতা প্রকাশের কোন কারণ নেই। খুলনার রাজনৈতিক নেতৃবৃন্দ এক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে। সবার চেষ্টায় গড়ে উঠবে মাদকমুক্ত বাংলাদেশ।
অনুষ্ঠানে বক্তারা জানান দেশে প্রতিবছর ৫০ হাজার কোটি টাকার বেশি মূল্যের অবৈধ মাদক কেনাবেচা হয়। মাদক গ্রহণে আর্থিক ক্ষতি ও সামাজিক জীবন ব্যাহতের পাশাপাশি ব্যক্তির জীবনীশক্তি ও স্মৃতিশক্তি হ্রাস পায়। একই সাথে আসক্ত ব্যক্তির ফুসফুস, যকৃত, কিডনি ক্ষতিগ্রস্থ হওয়াসহ শরীর বিভিন্ন প্রকার সংক্রমণে আক্রান্ত হয়। মাদক প্রতিরোধে পারিবারিক ও সামাজিক বন্ধন দৃঢ় করা এবং সন্তানদের
প্রতি বিশেষ নজরদারির বিকল্প নেই।
খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুুলনা বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার, খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার সরদার রকিবুল ইসলাম, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ( অপারেশন্স এন্ড ক্রাইম) এ কে নাহিদুল ইসলাম, পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, ২১ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ মনজুর-ই-এলাহী ও খুলনা সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদ। অনুষ্ঠানে স্বাগত জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোঃ আবুল হোসেন।
এর আগে দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অপর্ণ, জাতীয় পতাকা উত্তোলন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয় হতে বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

নগরের ময়লাপোতা সন্ধ্যা বাজার মনিটরিংয়ে জেলা প্রশাসন

খুলনা মহানগর বিএনপির সভাপ‌তি মনা, ‍সম্পাদক তুহিন

কেএমপিতে শিশু-কিশোরদের মিলনমেলা

কুয়েট ভিসিকে শিক্ষার্থীদের বর্জন, সকল ধরনের রাজনীতি বন্ধ

খুলনায় পালিত হলো বাংলা ভাষা ইশারা দিবস

বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো ‘শেখ বাড়ি’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।