খুলনা মহানগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার ৩য় ফেজে একটি বহুতল ভবনের ৪র্থ তলায় অভিযান চালিয়ে কথিত এক সাংবাদিককে মাদকসহ গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) কথিত ওই সাংবাদিক মোঃ জহিরুল ইসলাম শামীম’র কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়। এঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছিল।
ওই বাড়ির মালিক মুন্সি আক্তার হোসেন জানান, মোঃ জহিরুল ইসলাম শামীম সাংবাদিক পরিচয়ে বাড়ির ৪র্থ তলার দু’টি ফ্লাট ভাড়া নেন। ডিবি’র অভিযানকালে মাদক উদ্ধারের সময়ে তিনি ঘটনাস্থলে গেলে কথিত সাংবাদিক শামীম গাঁজা সেবনের কথা স্বীকার করেন।
কেএমপি’র সহকারী কমিশনার (গোয়েন্দা) অমিত কুমার বর্মন জানান, রবিবার বিকেলে গোপন খবরেরভিত্তিতে সোনাডাঙ্গা আবাসিক এলাকার ৩য় ফেজে’র ২নং রোডের ৬নং হোল্ডিংয়ের মুন্সি আক্তার হোসেনের বাড়ির ৪র্থ তলায় মোঃ জহিরুল ইসলাম শামীম’র ভাড়া বাসায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে তার কাছ থেকে ৪০গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
অভিযানকালে তার কাছ থেকে একটি পত্রিকার আইডি কার্ড (পরিচয়পত্র) পাওয়া গেছে। প্রাথমিকভাবে তিনি স্বীকার করেছেন নিজের প্রয়োজনে পত্রিকার কার্ড তিনি নিয়েছেন। তবে তিনি সাংবাদিকতার সাথে যুক্ত নন বলেও স্বীকার করেছেন। এঘটনায় তার বিরুদ্ধে মাদক মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।