চ্যানেল খুলনা ডেস্কঃখুলনায় ক্রমবর্ধমান সাইবার ক্রাইম নিয়ন্ত্রণে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা স্কুলে স্মার্টফোন বহন করতে পারবে না মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।রোববার (০৮ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর মাসের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।সভায়, মাদক নিয়ন্ত্রণের ক্ষেত্রে উপজেলা ও ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের তথ্য-উপাত্ত দিয়ে সহযোগিতার আহবান জানানো হয়। একই সাথে মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির জন্য বাধ্যতামূলকভাবে স্কুলের সমাবেশে এবং মসজিদগুলোতে খুদবার সময় আলোচনা করার আহবান জানানো হয়। এছাড়া মাদকের মামলার আসামিরা যেন সহজে জামিন না পায় সে দিকে লক্ষ্য রাখার আহবান জানানো হয়।
স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গু এখন আর কোন সাময়িক সংক্রমের ব্যপার নয়। সারা বছর এডিস মশার প্রকোপ থাকতে পারে। তাই সবাইকে সারা বছর ডেঙ্গুর ব্যাপারে সচেতন থাকতে হবে।