চ্যানেল খুলনা ডেস্কঃ খুলনা জেলায় করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে চলমান ‘ঘরে থাকুন, নিরাপদে থাকুন’ কর্মসূচির আওতায় জেলা প্রশাসন একটি উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগের আওতায় মোবাইল ফোন থেকে এসএমএস বা বার্তা পাঠিয়ে করোনাভাইরাস সংক্রান্ত চিকিৎসাসেবা পাওয়া যাবে। এসএমএস বা বার্তা পাঠানোর নম্বর তিনটি: ০১৭৯৪-৭০১৫৫৫, ০১৭৯৪-৬১১৫৫৫ এবং ০১৭০৯-৩১৯৭৬৯। ই-মেইলে তথ্য পাঠানোর ঠিকানা medicalservicecovid19khulna@gmail.com ।
এসএমএস বা বার্তার মাধ্যমে সেবা পেতে এই তথ্যগুলো প্রেরণ করতে হবে :
১. Patient name (রোগীর নাম) :
২. Father/ Husband (পিতার/স্বামীর নাম) :
৩. Sex(লিঙ্গ) :
৪. Age (বয়স) : Weight (ওজন) : (সম্ভব হলে)
৫. Address (ঠিকানা) :
৬. Problems (সমস্যাসমূহ):
৭. Mobile No/ Email Address (মোবাইল নম্বর/ই-মেইল ঠিকানা) :
প্রতিদিন সকাল ৯টা হতে রাত ৯টা পর্যন্ত এসএমএস বা বার্তা বা ই-মেইল প্রেরণ করা যাবে। চিকিৎসকরা প্রেরিত বার্তা বিশ্লেষণ করে পরামর্শ প্রদান করবেন।
খুলনা জেলা প্রশাসন খুলনা শিশু হাসপাতালের সহযোগিতায় Provding Home to Home Emergency Medical Service in Corona Crisis through Digital System নামের চিকিৎসাসেবাটি চালু করেছে।