খুলনা মহানগরীতে ফাহিম (২৬) নামের এক যুবককে চাপাতি দিয়ে কুপিয়ে যখম করেছে আবুল হোসেন (৪০) নামের এক ব্যক্তি। আহত ফাহিম খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
গত ০৪ জানুয়ারি দিবাগত রাত ১২ টার দিকে নগরীর টুটপাড়া এলাকার দিলখোলা রোড়ে এ ঘটনা ঘটে।
জানা গেছে, দিলখোলা রোডের মনিরের বাড়ীটি দেখাশোনা করেন আবুল হোসেন। একই বাড়ির ভাড়াটিয়া ফাহিম ও তার পরিবার। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। পরে আবুল হোসেন তাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছে ফাহিমের পরিবার। ঘটনাটি পুলিশ তদন্ত করছে।এ বিষয়ে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে’।