প্রেস বিজ্ঞপ্তি : গতকাল খুলনার ৪টি রোটার্যাক্ট ক্লাবের যৌথ অভিষেক অনুষ্ঠান “ড্রিম ২০১৯” খুলনা পাবলিক কলেজের অডিটরিয়ামে বিকেল ৩টায় প্রোগ্রাম চেয়ারম্যান জাফর ইকবাল বাবুর সভাপতিত্বে ও প্রোগ্রামের কো-অর্ডিনেটর জি এম রাসেল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা প্রেস ক্লাব সভাপতি রোটারিয়ান পিপি. এস এম হাবিব, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশ খুলনা রেঞ্জের এডিশনাল এসপি শারফউদ্দিন আহমেদ, গাজী মেডিকেল কলেজ হসপিটালের চেয়ারম্যান রোটারিয়ান পিপি. ডা: গাজী মিজানুর রহমান, রোটারিয়ান মাজারুল হক আকন্দ জুয়েল।
প্রোগ্রামে আরো উপস্থিত ছিলেন রোটার্যাক্ট ডিস্ট্রীক ৩২৮১ এর আইপিডিআরআর শাহজউদ্দিন ঢালী, ডিআরআর আবুবকর সিদ্দিক রুপম, ডিআরআর ইলেক্ট কাউসার আহমেদ রুবেল ও অভিষিক্ত সভাপতিরা হলেন সাজ্জাদ মাহমুদ (খুলনা মহানগর), জাহিদুর রহমান (খুলনা পাইওনিয়ার), আসাদুর রহমান সুজন (খুলনা প্রিমিয়ার), তানভীর বারী হামিম (নর্ন্দান ইউনির্ভাসিটি খুলনা) সহ খুলনা বিভাগ, ঢাকা বিভাগ, রাজশাহী বিভাগ, চট্রগ্রাম বিভাগের বিভিন্ন ক্লাবের রোটারিয়ান, রোটার্যাক্টর, ইন্টার্যাক্টর উপস্থিত ছিলেন। অভিষেক অনুষ্ঠানে অতিথিরা বলেন, রোটার্যাক্ট বিশ্ব বিস্তৃত একটি সংগঠন। নিজ ব্যক্তিত্ব বিকাশে ও কর্মদক্ষতা বৃদ্ধির পাশাপাশি রোটার্যাক্ট ক্লাব সমাজের বিাভন্ন সেবা মূলক কাজ করে চলেছে। যুব সমাজ কে এই সংগঠনে সম্পৃক্ত করার মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত অতিথি “ড্রিম ২০১৯” পত্রিকাটির মোড়ক উন্মোচন করেন। প্রোগ্রামে র্যাফেল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুনীজন সংর্বধনা সহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়। প্রোগ্রাম শেষে রোটার্যাক্ট ক্লাব অব খুলনা মহানগর, খুলনা পাইওনিয়ার, খুলনা প্রিমিয়ার, নর্ন্দান ইউনির্ভাসিটি খুলনা ডিআরআর আবুবক্কর সিদ্দিকী রুপম কে ক্লাব ভিজিট দেওয়া হয়। এদিকে একই স্থানে ২০২০-২১ এর ডিআরআর কাউসার আহমেদ রুবেলের সংর্বধনা অনুষ্ঠান “বন্ধন” প্রোগ্রাম চেয়ারম্যান আরিফুল ইসলামের সভাপতিত্বে ও প্রোগ্রামের কো-অর্ডিনেটর রুবেল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতি’র চেয়ারম্যান রোটারিয়ান পিপি. মোঃ নুরুল ইসলাম, বিশেষ অতিথি প্রভাষক তাজরিনা বেগম।