চ্যানেল খুলনা ডেস্কঃখুলনার ডুমুরিয়ায় শাহিন বন্দ হত্যা মামলায় আসলাম সানা ওরফে জলিল সানাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।মঙ্গলবার (২৬ নভেম্বর) খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন।মামলার বিবরণে জানা যায়, খুলনার ডুমুরিয়ার বিলপাবলা এলাকায় শাহিন বন্দের মাছের ঘেরে কাজ করতো জলিল সানা। ৩০০ টাকা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হলে এক পর্যায়ে জলিলকে থাপ্পর দেয় শাহিন। এর প্রতিশোধ নিতে ২০১১ সালের ৬ জুন রাতে ত্রিশুল দিয়ে ঘুমন্ত শাহিনের বুকে আঘাত করে জলিল। এ সময় শাহিনের পাশে থাকা রুহুল আমিন ঘুম থেকে জেগে যায়। রুহুলের চিৎকারে লোকজন ছুটে এসে শাহিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে তার মৃত্যু হয়।
এ ঘটনায় ডুমুরিয়া থানার তৎকালীন পরিদর্শক তদন্ত শেষে ওই বছরের ১৬ নভেম্বর অভিযোগ পত্র দাখিল করেন। সাক্ষ্য প্রমাণ শেষে আজ বিচারক এ রায় ঘোষণা করেন।