খুলনায় শীতার্ত, অসহায় দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষদের জন্য বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি ) এর পক্ষ থেকে খুলনা জেলা প্রশাসকের নিকট গরম কাপড় (কম্বল) হস্তান্তর করা হয়েছে।
সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মোহম্মদ হেলাল হোসেনের নিকট এই কম্বল হস্তান্তর করেন প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার প্রলয় কুমার ভট্টাচার্য্য। শীতার্তদের মাঝে দেশব্যাপী বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের এই কম্বল বিতরণ অব্যাহত রয়েছে।
জেলা প্রশাসক এই মহতী উদ্যেগের জন্য হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের জনহিতকর কার্যক্রম অব্যহত থাকবে বলে আশা প্রকাশ করেন। বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের জেনারেল ম্যানেজার প্রলয় কুমার ভট্টাচার্য্য বলেন আবাসন সমস্যা সমাধান বর্তমান জনবান্ধব সরকারের অন্যতম মূল লক্ষ্য হওয়ায় আবাসন খাতে একমাত্র সরকারী প্রতিষ্ঠান হিসাবে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন নিরলস কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, জনহিতকর নানা কর্মকান্ডের সঙ্গে বরাবরের মত প্রতিষ্ঠানটি ভবিষ্যতেও যুক্ত থাকবে। বিএইচবিএফসি এর পক্ষ থেকে ১শ’টি কম্বল জেলা প্রশাসকের নিকট হস্তান্তর করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির আইন বিভাগের উপ-মহাব্যবস্থাপক দীপংকর রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জিয়াউর রহমান, বিএইচবিএফসি খুলনা জোনের জোনাল ম্যানেজার মোঃ জামিরুল ইসলাম, ম্যানেজার মোঃ সিরাজুল ইসলাম, সহকারী প্রকৌশলী হেদায়েত উল্লাহসহ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। – খবর বিজ্ঞপ্তি