চ্যানেল খুলনা ডেস্কঃখুলনা বি এম এর আজীবন সদস্য ও বাগেরহাট ম্যাটস এর অধ্যক্ষ গল্লামারি রাইসা ক্লিনিকের মালিক আব্দুর রকিব খানকে কর্তব্যরত অবস্থায় সন্ত্রাসীদের নির্মম হামলায় নিহত হওয়ার ঘটনায় অবিলম্বে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ও চিকিৎসকদের কর্মস্থলে নিরাপত্তার দাবিতে খুলনা মেডিকেল কলেজের এমারজেন্সি বিভাগ ও কোভিড হাসপাতাল বাদে খুলনার সকল চিকিৎসা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিএমএ।
বুধবার (১৭ জুন) বিকালে চিকিৎসা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার কথা জানান খুলনা জেলা শাখা বিএমএর সাধারণ সম্পাদক ডা. মো. মেহেদী নেওয়াজ । এর আগে একই দাবিতে দুপুরে প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ করেছে বিএমএ। বিপিএমপিএ ও বিপিএইচসিডিওএ খুলনা জেলা শাখা আয়োজনে শহীদ ডাক্তার মিলন চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। খুলনা বিএমএ’র সভাপতি ও সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. শেখ বাহারুল আলম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন খুলনা বিএমএ’র সহ-সভাপতি অধ্যাপক ডা. ধীরাজ মোহন বিশ্বাস,ডা. গাজী মিজানুর রহমান,সাধারণ সম্পাদক ডা. মো. মেহেদী নেওয়াজ সহ সংগঠনের নেতাকর্মীরা ও সহ কর্মীরা। এ সময় বক্তারা বলেন, করোনা মহামারীর এই দুর্যোগে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করা একজন চিকিৎসকের উপর এই ধরনের ন্যাকার জনক বর্বরোচিত সন্ত্রাসী হামলা করে হত্যা করার ঘটনায় সন্ত্রাসীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার রোগীর স্বজনদের হামলায় কর্মস্থলে নিহত হয় গল্লামারি রাইসা ক্লিনিকের মালিক আব্দুর রকিব খান ।