চ্যানেল খুলনা ডেস্কঃ প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমন প্রতিরোধে খুলনায় সামাজিক দূরত্ব বজায় না রাখা, বাহিরে অযথা ঘোরাঘুরি করা, নিত্যপন্য ব্যতিত অন্যান্য দোকান খোলা রাখাসহ সরকারী নির্দেশ না মানার দায়ে ৪৮ জনকে ৫৩ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে।মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল থেকে মহানগরীর বিভিন্ন এলাকায় ও বিভিন্ন উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়। মহানগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানসমূহ পরিচালনা করেন খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রট সেটু কুমার বড়ুয়া, দেবাশীষ বসাক ও নূরী তাসমিন ঊর্মি। এছাড়া উপজেলায় স্ব-স্ব উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি)-গণ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে সহায়তা করেন সেনা সদস্য, র্যাব ও আনসারের সদস্যগণ।জেলা প্রশাসন সূত্র জানায়, সরকারি আদেশ অমান্যকরণ ও সামাজিক দূরত্ব বজায় না রাখাসহ বিভিন্ন অপরাধে খুলনার বিভিন্ন উপজেলায় ২৬ জন ব্যক্তিকে ৩৯ হাজার ৪০০ টাকা এবং খুলনা মহানগরীতে ২২ জন ব্যক্তিকে ১৪ হাজার ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তাদেরকে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ও ২৬৯ ধারা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের চলমান এ অভিযান অব্যাহত থাকবে।