ফিড দ্যা ফিউচার বাংলাদেশ পলিসির আয়োজনে জাতীয় সামাজিক নিরাপত্তা বিষয়ক আঞ্চলিক কর্মশালা আজ (বুধবার) খুলনা সিএসএস আভা সেন্টারে অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন খুলনা সমাজসেবা দপ্তরের পরিচালক মোঃ আব্দুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার জিনাত আরা আহমেদ, খুলনা বিশ^বিদ্যালয়ের সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের প্রফেসর তাসলিমা খাতুন, সমাজসেবা দপ্তরের উপপরিচালক খান মোতাহার হোসেন, মাধ্যমিক শিক্ষা দপ্তরের উপপরিচালক মোঃ আব্দুল খালেক, মহিলা বিষয়ক দপ্তরের উপপরিচালক হাসনা হেনা। কর্মশালায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ফিড দ্যা ফিউচার বাংলাদেশ পলিসির রিজিওনাল প্রোগ্রাম অফিসার মোঃ হাসেম আলী আকাশ।
অতিথিরা বলেন, সরকারের সাফল্য তুলে ধরতে হলে লক্ষিত জনগোষ্ঠীকে সরকারের সেবার আওতায় আনতে হবে। সরকারি বিভিন্ন দপ্তরের যেসব সামাজিক নিরাপত্তা কর্মসূচি রয়েছে সেখানে সাধারণ মানুষের সহজসেবা প্রাপ্তি নিশ্চিত করতে হবে। এজন্য প্রত্যেকের সামাজিক অবস্থান বিবেচনা করে চাহিদা নিরুপন করতে হবে। তাঁরা বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় জাতীয় ডাটাবেজ করে সেই অনুযায়ী সবার কাছে সেবা পৌঁছে দিতে সকল বিভাগের সঠিক সমন্বয় জরুরি। সরকারের জনবান্ধব কর্মসূচিকে সবার মাঝে জনপ্রিয় করে তুলতে হলে প্রচারণা দরকার। তাঁরা সাধারণ মানুষের সুস্বাস্থ্যের নিয়ামক হিসেবে পুষ্টি সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন।
কর্মশালায় সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও শিক্ষার্থীরা অংশ নেন।