সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
খুলনায় সীমিত পরিসরে পাটকল চালু হচ্ছে আজ | চ্যানেল খুলনা

ভোর ৫ থেকে দুপুর ২ পর্যন্ত চলবে, মাঝে এক ঘন্টার বিরতি

খুলনায় সীমিত পরিসরে পাটকল চালু হচ্ছে আজ

চ্যানেল খুলনা ডেস্কঃকরোনার প্রভাবে খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত ৯টি পাটকল বন্ধ রয়েছে গত ২৬ মার্চ থেকে। ফলে এ অঞ্চলের প্রায় ১০ হাজার শ্রমিক পরিবার আর্থিক সংকটে চরম হতাশায় দিন যাপন করছেন। এসব মিলের শ্রমিকদের ১০ থেকে ১২ সপ্তাহের মজুরি বকেয়া রয়েছে। আর কর্মকর্তা ও কর্মচারিদের তিন মাসের বেতন বন্ধ রয়েছে। এ অবস্থায় খাদ্য ও কৃষি বিভাগে চটের বস্তার সংকট নিরসনে আজ রবিবার থেকে সীমিত পরিসরে পাটকল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আজ ভোর ৫টা থেকে পাটকলগুলো চালু করা হবে। চলবে দুপুর ২টা পর্যন্ত। মাঝে এক ঘন্টার বিরতি থাকবে। মিল কলোনীতে বসবাসকারী শ্রমিকরাই এই কাজে যোগ দিতে পারবে। আর দেশের বাড়ি বা বাইরে অবস্থান করা শ্রমিকরা কাজে যোগ দিতে না পারলেও থাকবে সাধারণ ছুটির আওতায়। এদিকে আগামী ৩০ এপ্রিলের মধ্যে ২ মাসের বেতন ও মজুরি প্রদানের আশ্বাস দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শ্রমিক নেতারা।
বিজেএমসি’র তথ্য অনুযায়ী, খুলনা অঞ্চলের ৯টি পাটকলে প্রায় ১০ হাজার স্থায়ী শ্রমিক রয়েছেন। বিশ্বজুড়ে করোনা সংক্রমণ শুরু হলে গত ২৬ মার্চ থেকে সাধারণ ছুটির আওতায় পাটকল বন্ধ রাখা হয়। তবে চাল ও বীজের মোড়কে পাটজাত বস্তার সংকট তৈরি হলে সীমিত আকারে পাটকলগুলো চালুর উদ্যোগ নেয় বিজেএমসি। গত ২৩ এপ্রিল প্লাটিনাম জুট মিলের বোর্ডরুমে রাষ্ট্রায়ত্ত পাটকলের প্রকল্প প্রধানদের সাথে শ্রমিক নেতাদের বৈঠকে পাটকল চালু বিষয়ে সিদ্ধান্ত হয়। তবে গতকাল শনিবার বিকেলে বৈঠক করে সার্বিক পরিস্থিতি বিবেচনায় শুধুমাত্র স্ব স্ব মিল কলোনীতে অবস্থানরত শ্রমিকরাই কাজে যোগ দিতে পারবে এই মর্মে সিদ্ধান্ত হয়। পাটকল চালু হলেও করোনার কারণে বিদেশে এখনই পাটপণ্য বিক্রির সুযোগ নেই। তবে খাদ্য অধিদপ্তর ও বিএডিসি’র চাহিদা অনুযায়ী বস্তা তৈরি হলে দেশের অভ্যন্তরে তা’ বিক্রি করা যাবে। এতে বকেয়া পরিশোধ করা সহজ হবে।
প্লাটিনাম জুট মিলের সিবিএ সভাপতি শাহানা শারমিন জানান, শনিবার বিকালে মিল কর্তৃপক্ষের সাথে বৈঠক করা হয়েছে। বৈঠকে জানানো হয়েছে, আজ রবিবার থেকে মিল সীমিত পরিসরে চালু রাখা হবে। মিল কলোনীতে বসবাসকারী শ্রমিকরাই এই কাজে যোগ দিতে পারবে। এই কাজের জন্য আলাদা মজুরি প্রদান করা হবে। আর লকডাউনের কারণে বাইরে থাকা শ্রমিকরা আসতে পারবে না এবং কাজে যোগদান করবে না। তবে তারা সাধারণ ছুটির আওতায় থাকবেন।
রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের যুগ্ম-আহ্বায়ক ও ক্রিসেন্ট জুট মিলের সাবেক সভাপতি মুরাদ হোসেন জানান, করোনার কারণে মিলগুলো বন্ধ রয়েছে। শ্রমিকরা মজুরি না পাওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। এ অবস্থার মধ্যে আজ রবিবার থেকে পাটকলগুলো সীমিত পরিসরে চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। শুধুমাত্র মিল কলোনীতে অবস্থানরত শ্রমিকরাই কাজে যোগ দিতে পারবে। প্রতিদিন ভোর ৫টা থেকে দুপুর ২টা পর্যন্ত কাজ চলবে। তবে সকাল ৯টা থেকে ১০ পর্যন্ত এক ঘন্টা বিরতি থাকবে। তিনি বলেন, ৩০ এপ্রিল দুই মাসের বেতন ও মজুরি প্রদানের আশ্বাস দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধের দাবি জানান তিনি।
প্লাটিনাম জুট মিলের প্রকল্প প্রধান মোঃ গোলাম রব্বানী জানান, সরকারি বিভিন্ন দফতরের জন্য বস্তা তৈরি করতে পাটকলগুলো সীমিত পরিসরে খোলার থাকবে। মিল কলোনীতে অবস্থানরত শ্রমিকরাই মিলের কাজে যোগ দিতে পারবে। এসব শ্রমিকরা সাধারণ ছুটির আওতায় থাকার পাশাপাশি দৈনিক ভিত্তিতে কাজ করে মজুরি পাবে। এর মধ্যে ভোর ৫টা থেকে দুপুর ২টা পর্যন্ত এক সিফটে শ্রমিকরা কাজ করবে। এর মাঝে এক ঘন্টা বিরতি থাকবে। তিনি বলেন, বিভিন্ন জেলায় লকডাউনের কারণে ঝুঁকি এড়াতে সকল শ্রমিককে এখনই কাজে আনা হচ্ছে না। তবে তারা সাধারণ ছুটির আওতায় থাকবে। তবে কতো শ্রমিক কাজে যোগদান করতে পারবে তা এখনই বলা যাচ্ছে না। কাজে যোগদানের পর বলা যাবে। আপাতত ৫ মে পর্যন্ত মিল এভাবেই চলবে। পরবর্তী সরকারি নির্দেশনা অনুযায়ী সিদ্ধান্ত নেয়া হবে।
বিজেএমসি খুলনা জোনাল সমন্বয়কারী বনিজ উদ্দিন মিয়া বলেন, ‘খাদ্য ও কৃষি বিভাগের জন্য চটের বস্তার ঘাটতি দেখা দিয়েছে। তাই এ সংকট মোকাবিলায় স্বল্প পরিসরে পাটকল চালুর পরিকল্পনা হয়েছে। রবিবার থেকেই পাটকল চালু হতে পারে। স্থানীয় শ্রমিকরাই কাজে যোগদান করবেন। লকডাউন এলাকার শ্রমিকরা তো এলাকার বাইরে বের হতে পারবে না। তাই সমস্যা হবে না। আর শ্রমিকরা মাস্ক পরে স্বাস্থ্য বিধি মেনেই সামাজিক দূরত্ব নিশ্চিত করে কাজে যোগ দিবে।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

সাবেক আইজিপি ও কেএমপি কমিশনারসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা

আদালত চত্বরে সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্রের ওপর ডিম নিক্ষেপ

আমির হোসেন আমু গ্রেপ্তার

কাকরাইল মসজিদে সাদপন্থিদের ঢুকতে দেওয়া হবে না তাবলিগ জামাত

কালীগঞ্জে ভারতীয় গরু আনতে গিয়ে যুবক আটক

পাটের ব্যাগ পুনরায় সর্বত্র চালুর উদ্যোগ নিয়েছি : সাখাওয়াত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।