সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
খুলনায় সুবিধাবঞ্চিত নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে নতুন উদ্যোগ বিউটিফিকেশন কোর্স | চ্যানেল খুলনা

খুলনায় সুবিধাবঞ্চিত নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে নতুন উদ্যোগ বিউটিফিকেশন কোর্স

বেকার ও সুবিধাবঞ্চিত নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে বিউটি পার্লার, ফুডকোর্ট ও বিক্রয়কেন্দ্রের সংখ্যা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যাক্তাদের বিকাশ সাধন বেকার ও সুবিধাবঞ্চিত নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, আত্মনির্ভরশীলতা অর্জনে উদ্বুদ্ধ ও সহায়তা দেওয়া পাশাপাশি নারী সমাজকে মানবসম্পদে পরিণত করার লক্ষে দেশব্যাপী কাজ করে যাচ্ছে নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশন। সংগঠনটি সমাজের পিছিয়ে পড়া নারীদের আত্ম কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষে শুরু করেছে বিউটিফিকেশন কোর্স।

এক সময়ের শিল্পনগরী খ্যাত খুলনার সকল মাঝারী ও ভারী শিল্প বন্ধে আজ খুলনা মৃত নগরীতে পরিনত হয়েছে। আর এই মৃত শিল্পনগরীর সুবিধাবঞ্চিত নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, আত্মনির্ভরশীলতা অর্জনে উদ্বুদ্ধ ও সহায়তা দেওয়ার পাশাপাশি নারী সমাজকে মানবসম্পদে গড়ে তুলতে বিউটিফিকেশন কোর্স নিয়ে নতুন নারী উদ্যোক্তা তৈরিতে এগিয়ে এসেছে নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশন। ইতিমধ্যে ফাউন্ডেশনের নিজস্ব অর্থায়নে এবং ফাউন্ডেশনের চেয়ারপার্সন আমেরিকা প্রবাসী শায়লা আজীমের উদ্যোগে খুলনায় নারী উদ্যোক্তা, কর্মহীন নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দুইদিন ব্যাপী ফ্রি বিউটিফিকেশন কোর্স সম্পন্ন করেছে। খুলনা ও আশপাশের জেলা থেেেক ৯০ জন নারী এই বিউটিফিকেশন কোর্সে অংশগ্রহন করে সার্টিফিকেট অর্জন করেন।

রবিবার খুলনা মহানগরীর একটি অভিজাত হোটেলে এ বিউটিফিকেশন কোসের্র উদ্বোধন করা হয়। এই কোর্সের উদ্বোধন করেন নাহিয়ান ফাউন্ডেশনের সহ-সভাপতি শারমিন খান। নারী উদ্যোক্তা ও বেকার নারী সমাজের যারা নিজেরা স্বাবলম্বী হতে চান মূলত তাদের জন্য এই আয়োজন। এছাড়া ফাউন্ডেশনের সভাপতি আমেরিকা প্রবাসী শায়লা আজীমের নিজস্ব অর্থায়নে বিশেষ চাহিদা সম্পন্ন এবং এতিম শিশুদের শিক্ষাসহ সমাজের বিভিন্ন সেবা মূলক কর্মকান্ড পরিচালিত হয়ে আসছে। দুইদিন ব্যাপী এই বিউটিফিকেশন কোসের্র সোমবার ছিল শেষ দিন।

উক্ত অনুষ্ঠানে খুলনা বিভাগের বিভিন্ন জেলা সহ বাংলাদেশের অন্যান্য জেলা থেকে আগত ৯০ জন প্রশিক্ষণ প্রার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সমন্বয়ক ফারজানা নাহার। বিউটিফিকেশন কোর্সটির প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিউটিশিয়ান আফরোজা রুনু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এবং খুলনা টীম লিডার শিরিনা সুলতানা জেসি, টিম লিডার ঢাকা বিভাগ কামরুল ইসলাম রাজ শাহীন. সমন্বয়ক জাহিদুল ইসলাম নান্টু বগুডা ,ফাউন্ডেশনের সাংগঠনিক টিম লিডার সাতক্ষীরার অরুন সরকার , সমন্বয়ক দিঘলিয়া সানজিদা আক্তার, সমন্বয়ক বটিয়াঘাটা আইরিন সুলতানা কুম কুম , সমন্বয়ক মাহমুদা খাতুন এবং নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশন ইউ এস প্রতিনিধি সামিয়া রুশদা খান প্রমূখ উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

নগরীতে চায়ের দোকানিকে কুপিয়ে নগদ অর্থ ও স্বর্ণের চেইন ছিনতাই

পাইকগাছায় স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগে থানায় মামলা ; ধর্ষক গ্রেপ্তার

দক্ষিণাঞ্চল প্রতিদিন সম্পাদকের শাশুড়ির মৃত্যুতে কেসিআর’র শোক

টাইমস হায়ার এডুকেশন গ্লোবাল র‌্যাঙ্কিংয়ে টানা দ্বিতীয়বার খুবি

খুলনায় যাত্রীবাহী বাস থেকে ৭০ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১

খুলনা ইসলামী শ্রমিক আন্দোলনের শ্রমিক দিবস পালিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
উপদেষ্টা সম্পাদক: এস এম নুর হাসান জনি
ভারপ্রাপ্ত সম্পাদক: শেখ মশিউর রহমান
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
ঢাকা অফিসঃ ৬৬৪/এ, খিলগাও, ঢাকা-১২১৯।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের তালিকাভুক্তির জন্য আবেদিত।