চ্যানেল খুলনা ডেস্কঃসেফ ইসলামিক গ্র“প লিমিটেডের কর্মকর্তাদের বিরুদ্ধে সাড়ে ৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে আদালতে মামলা দায়ের করেছেন এস এম রাজুল হাসান রাজু নামের এক ব্যবসায়ী। গতকাল রবিবার নালিশী মামলার আমলী আদালত সোনাডাঙ্গায় মামলাটি দাখিল করেন বাদি পক্ষের আইনজীবী মোঃ মাছুম বিল্লাহ। আদালতের বিচারক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ শাহীদুল ইসলাম মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই)কে তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশ প্রদান করেছেন।
বিবাদীরা হলেন, নগরীর ছোট বয়রা গোলদার পাড়ার মোঃ মোক্তার হোসেনের ছেলে সেফ ইসলামিক গ্র“প লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন, সোনাডাঙ্গা মাদ্রাসা রোডের মৃত ডাঃ নাসরুর রহমানের ছেলে সেফ ইসলামিক গ্র“প লিমিটেডের ভাইস চেয়ারম্যান, পরিচালক অর্থ ইসমাইল হোসেন বাবু, ছোট বয়রা গোলদার পাড়ার মৃত হান্নানের ছেলে ওয়াসি উল করিম ও খালিশপুর পালপাড়া রোডের আব্দুস সাত্তারের ছেলে মাওঃ কামরুজ্জামান।
মামলার বিবরণে জানা যায়, সোনাডাঙ্গা থানাধীন ৯৩, সোনার বাংলা স্কুল রোড়ের বাসিন্দা এস এম মোফাজ্জেল হোসেনের ছেলে ঠিকাদার ও রড-সিমেন্ট ব্যবসায়ী এস এম রাজুল হাসান রাজুর সঙ্গে ওয়াসি উল করিম ও মাওঃ কামরুজ্জামানের মাধ্যমে পরিচয় হয় আব্দুল্লাহ আল মামুন ও ইসমাইল হোসেন বাবু’র। ২০১৮ সালের ৮ জুলাই একশ’ টাকা মূল্যের ৫ হাজার শেয়ার, ৭ আগস্ট এক হাজার শেয়ার ও ৫ সেপ্টেম্বর আড়াই হাজার শেয়ারসহ মোট সাড়ে ৮ লাখ টাকার শেয়ার ক্রয় করেন রাজু। ১ অক্টোবর কোন প্রকার আর্থিক লেনদেনের সিগনোটরী পাওয়ার ব্যতিত সেফ ইসলামিক গ্র“প লিমিটেডের পরিচালক হিসেবে অন্তর্ভুক্ত করা হয় রাজুকে। বেশ কিছুদিন এভাবে চলার পর বিবাদীরা অফিসে আসা বন্ধ করে দেয়। পরে খোঁজ নিয়ে জানা যায়, তারা সপরিবারে নিরুদ্দেশ হয়েছে। এঘটনায় চলতি বছরের ২৪ অক্টোবর রাজু সোনাডাঙ্গা থানায় বিবাদীদের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরী করেন। বিবাদীরা ইচ্ছাকৃত ভাবে রাজুর সরলতার সুযোগ নিয়ে বিনিয়োগ করা সাড়ে ৮লাখ টাকা আত্মসাৎ ও ঘড়যন্ত্রমূলক বিপদে ফেলার মানষিকতায় আরো বেশ কিছু প্রতিষ্ঠানের গ্রাহকদের সঙ্গে প্রতারণা করেছে। এঘটনায় গতকাল রবিবার নালিশী মামলার আমলী আদালত সোনাডাঙ্গায় ৪ জনকে বিবাদী করে মামলাটি দাখিল করেন ব্যবসায়ী রাজু (নং-সিআর ৭০১/১৯)।