দূর্ঘটনারোধে খুলনা মহানগরীর সড়ক ও ট্রাফিক ব্যবস্থা এবং বাস্তবতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করে নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগর শাখা।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম। সম্মানিত অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিসিপ্লিনের অধ্যাপক মোঃ সামিউল হক।
বিশেষ অতিথি ছিলেন কেএমপির উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. তাজুল ইসলাম, নিসচার কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক এসএম আজাদ হোসেন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) খুলনা জেলার সহকারী পরিচালক প্রকৌশলী তানভীর আহমেদ ।
নিরাপদ সড়ক চাই খুলনা মহানগর শাখার সভাপতি এস এম ইকবাল হোসেন বিপ্লবের সভপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্না।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগের খুলনা মহানগর শাখার সহ-সভাপতি ও নিসচার উপদেষ্টা মন্ডলীর সদস্য বাবু শ্যামল সিংহ রায়, সিপিবি খুলনা মহানগর সভাপতি মিজানুর রহমান বাবু, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি খুলনা মহানগর সভাপতি শেখ মফিদুল ইসলাম, বাংলাদেশ অর্থনীতি সমিতির কেন্দ্রিয় সদস্য অধ্যাপক জাহাঙ্গীর আলম, গণফোরামের সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, আলোকিত মুকুলের প্রতিনিধি মাসুদ রানা, নিসচার খুলনা জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি মো. হাছিবুর রহমান হাসিব, নিসচার খুলনা মহানগর শাখার সহ-সভাপতি শেখ মো: নাসিরউদ্দিন, আব্দুস সালাম শিমুল, সহ-সাধারণ সম্পাদক মো: রুহুল আমীন তালুকদার সোহাগ, মো: ইলিয়াস হোসেন লাবু, মো: রকিবউদ্দিন ফারাজী, অর্থ সম্পাদক মো: নাজমুল হোসেন, সাংগঠনিক সম্পাদক ফারহানা চৌধুরী কনিকা, দূর্ঘটনা অনুন্ধান বিষয়ক সম্পাদক আবিদ শান্ত, প্রচার সম্পাদক মো: সোলায়মান হোসেন, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মো: মাসুম বিল্লাহ, সাংস্কৃতিক সম্পাদক মো: মাসুদ রানা, সমাজ কল্যান সম্পাদক মো: আফজাল দেওয়ান, ক্রীড়া সম্পাদক মো. মনিরুল ইসলাম সাগর, মহিলা সম্পাদক শিরিনা পারভীন, যুব বিষয়ক সম্পাদক আহসান পারভেজ তুরান, কার্য্যনির্বাহী সদস্য মো: হাফিজুর রহমান চৌধুরী ,এসএম জাহিদ সিদ্দিকী, বিপ্লবী কাজী খলিল, মো: মনিরুল ইসলাম সোহাগ, বনানী আফরোজা, তানিয়া সুলতানা, শেখ মেরাজ হোসেন, রমা দাস, মো: আবু মুছা, এস এম শকিদার শিহাব প্রমুখ ।
অনুষ্ঠানে বক্তারা অবিলম্বে বিভাগীয় শহর খুলনায় নগর পরিবহন চালুর দাবি জানান। মহানগরীর রাস্তা দ্রুত সংষ্কার, ট্রাফিক আইন-২০২০ মেনে চলা, সবাইকে সচেতন হওয়া, স্কুল ছাত্রদের মটরসাইকেল না দেওয়ার, মহানগরীতে ইজিবাইক নিয়ন্ত্রনে আনার দাবিও জানানো হয়।
অনুষ্ঠানে অতিথিরা নিসচার খুলনা মহানগর শাখা কমিটির সদস্যদের পরিচয় পত্র তুলে দেন।