খুলনা অফিসঃখুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) সেবা সপ্তাহ রবিবার সকাল থেকে শুরু হয়েছে, চলবে বৃহস্পতিবার পর্যন্ত। কেডিএ ভবনে তিনটি স্টলের মাধ্যমে তাৎক্ষণিক বিভিন্ন প্রকার সেবা প্রদান করা হবে। সপ্তাহব্যাপি এ সেবা সপ্তাহর উদ্ধোধন করেন কেডিএর প্রধান প্রকৌশলী কাজী সাবিরুল আলম । কেডিএর প্রশাসন ও সাধারণ শাখা, পরিকল্পনা শাখা ও বৈষয়িক শাখাসহ ৭টি শাখার মাধ্যমে সেবা প্রদান করা হয়। উদ্ধোধন শেষে সেবা প্রাপ্তির স্টলগুলি পরিদর্শন করেন কেডিএ’র প্রধান প্রকৌশলী কাজী সাবিরুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শামীম জেহাদ ও সিনিয়র বৈষয়িক অফিসার জি এম মাসুদুর রহমানসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ ও সেবা প্রত্যাশীরা উপস্থিত ছিলেন। কেডিএর যে কোন ধরনের ৭টি সেবা প্রাপ্তি সহজতর এবং দ্রুত সময়ে জনগনের সেবা নিশ্চিত কল্পে সপ্তাহব্যাপী এ সেবা সপ্তাহ । আজ প্রথম দিনেই এস্টেট শাখায় আবেদন করে সংশ্লিষ্ঠ সেবা গ্রহিতারা এনওসি পাচ্ছেন । এনওসি প্রাপ্ত সেবা গ্রহিতা জানান,কেডিওর এই উদ্দ্যোগ প্রশংসার দাবী রাখে ।
খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন একটি স্বয়ত্বশাসিত সেবা ধর্মী প্রতিষ্ঠান। ১৯৬১ সালে ২১ জানুয়ারি পরিকল্পিত নগরায়ন ও আধুনিক খুলনা গড়ার প্রতিশ্র“তি নিয়ে এ প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। জন্মের সূচনালগ্ন থেকেই প্রতিষ্ঠানটি নগর পরিকল্পনা মহানগর উন্নয়নে অংশগ্রহণ এবং অপরিকল্পিত উন্নয়ন নিয়ন্ত্রণে কাজ করে। প্রতিষ্ঠানের নির্বাহী পর্ষদে চেয়ারম্যান এবং ১২ সদস্য বিশিষ্ট বোর্ডের মাধ্যমে কর্মকান্ড পরিচালিত হয় সংস্থাটির। জনবল রয়েছে ২৫৫। কেডিএ’র আয়তন ও সীমানা নওয়াপাড়া (যশোর) হতে কৈ বাজার পর্যন্ত ৪৫১ বর্গ কিলোমিটার। এছাড়াও মোংলা পর্যন্ত বিস্তৃত অতিরিক্ত ৩৭২ কিলোমিটার এলকার অন্তর্ভুক্ত কার্যক্রম চলছে।